এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা ডাহা ফেল! তৃণমূলের চাপ বাড়িয়ে ঘুম ওড়াতে আসরে একাধিক হেভিওয়েট গেরুয়া নেতা

মমতা ডাহা ফেল! তৃণমূলের চাপ বাড়িয়ে ঘুম ওড়াতে আসরে একাধিক হেভিওয়েট গেরুয়া নেতা


করোনা পরিস্থিতিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে লাগাতার অস্বস্তিতে ফেলছে ভারতীয় জনতা পার্টি। করোনার তথ্য চেপে যাওয়া থেকে শুরু করে রেশনে দুর্নীতি, বিভিন্ন বিষয় তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সরকারকে ব্যাকফুটে ফেলে দিতে মরিয়া বিজেপি নেতারা। আর এবার করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাহা ফেল বলে অভিহিত করে সরব হলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

জানা গেছে, ইতিমধ্যেই বিজেপি তাদের নতুন স্লোগান তৈরি করে “মমতা ডাহা ফেল” বলে প্রচার করতে শুরু করেছে। আর সেখানেই একের পর এক পোস্ট করে সরব হচ্ছেন বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতারা। দিলীপ ঘোষ থেকে শুরু করে মুকুল রায়, আর এবার কৈলাস বিজয়বর্গীয়র মত সর্বভারতীয় নেতাও সেখানে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কোণঠাসা করার প্রয়াস চালালেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শুক্রবার বিজেপি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় একটি টুইট করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বাস্থ্য, রেশন ব্যবস্থা, পরিযায়ী শ্রমিকদের ফেরানো, সবদিক থেকেই ব্যর্থ হয়েছেন। মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকার উভয়েই ডাহা ফেল।” আর কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্য এখন তৃণমূল সরকারকে যেমন চাপে ফেলে দিল, ঠিক তেমনই বিজেপিকেও তৃণমূল বিরোধিতার জন্য অনেকটা এগিয়ে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

জানা গেছে, কিছুদিন আগেই অরবিন্দ মেনন করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। যেখানে তিনি লেখেন, “করোনা পরিস্থিতিতে গরিবদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে ব্যর্থ রাজ্য সরকার।” একইভাবে মুকুল রায় থেকে শুরু করে দিলীপ ঘোষের মতো নেতারাও বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করতে ছাড়েননি। রাজ্যের আইন-শৃঙ্খলা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে ব্যর্থ বলে সরব হয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। আর এবার “মমতা ডাহা ফেল” এই শ্লোগানে সেই আইনশৃঙ্খলা নিয়েই প্রশ্ন তুলে তৃণমূল সরকারকে চাপে ফেলে দিলেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!