এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মানুষের কাজ করতে না পারার যন্ত্রণা! ফেসবুক পোস্টের সাফাই দিতে গিয়ে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক!

মানুষের কাজ করতে না পারার যন্ত্রণা! ফেসবুক পোস্টের সাফাই দিতে গিয়ে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   বাস্তবের কঠিন মাটিতে লড়াই করে উঠে এসেছেন তিনি। রিকশাচালক থেকে শুরু করে সাহিত্যিক, অতীতের পথ খুব একটা প্রশস্ত ছিল না বর্তমান বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ‌ অত্যন্ত কষ্টের মধ্যে এক সময় দিন গুজরান করেছেন তিনি। 2021 এর বিধানসভা নির্বাচনে সেই মনোরঞ্জন ব্যাপারীকে তৃণমূলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়। এমনকি বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভও করেন। তবে বর্তমানে তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় শাসক শিবির।

যেখানে মানুষের অভাব দুঃখ দুর্দশার কথা তুলে ধরে রাজনীতিতে এসে তিনি ঠিক করেননি বলে একটি পোস্ট করতে দেখা যায় এই তৃণমূল বিধায়ককে। আর তারপর থেকেই তিনি ঠিক এই পোস্টের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইলেন, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। তবে সেই ফেসবুক পোস্টের ব্যাখ্যা দিতে গিয়ে দলের বিরুদ্ধাচরণ না করার কথা জানিয়ে দিলেও, ফের মানুষের অভাব অভিযোগের কথা তুলে ধরতে দেখা গেল বলাগড়ের তৃণমূল বিধায়ককে।

সূত্রের খবর, এদিন একটি বেসরকারি সংবাদমাধ্যমের মুখোমুখি হন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। যেখানে কিছুদিন আগেই তার করা ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আর তার পরিপ্রেক্ষিতেই দলের বিরুদ্ধাচরণ তিনি করেননি বলে জানিয়ে দেন মনোরঞ্জনবাবু। হেভিওয়েট এই তৃণমূল বিধায়ক বলেন, “আমার এই পোস্টের সঙ্গে দলের বিরুদ্ধাচরণের কোনো সম্পর্ক নেই‌। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট মানবিক। এই পোস্টের সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলা ঠিক নয়। আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে আমি অসহায় মানুষের জন্য কিছু করতে পারছি না। দুঃখ কষ্ট দূর করতে পারছি না। সেই কারণে আমি ব্যাকুল হয়ে উঠেছি এবং নিজের মতামত জনসমক্ষে এনেছি। আমার ইচ্ছে থাকলেও এই সমস্ত অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে পারছি না। আমার বিশ্বাস, জনদরদি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সমস্যা সমাধানের পথ বের করবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, তার ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে তার দলবিরোধী মনোভাবের কথা ফুটে উঠেছিল। সমালোচক মহলের একাংশ এই ব্যাপারে কটাক্ষ করতে শুরু করেছিল ঘাসফুল শিবিরকে। তবে তিনি যে দল বিরোধী কোনো কথা বলেননি, তা বুঝিয়ে দিয়ে আবারও নিজের ফেসবুক পোস্টের যন্ত্রণার কথাই তুলে ধরতে দেখা গেল হেভিওয়েট এই তৃণমূল বিধায়ককে। যেখানে মানুষের অভাব, অভিযোগ এবং যন্ত্রনা তিনি সীমিত ক্ষমতা নিয়ে সামাল দিতে পারছেন না বলে জানিয়ে দিলেন মনোরঞ্জন ব্যাপারী।

বস্তুত, সম্প্রতি একটি ফেসবুক পোস্ট করতে দেখা যায় তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। যেখানে তিনি লেখেন, “আমি হাঁপিয়ে যাচ্ছি। সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে, রাজনীতিতে এসে ঠিক করিনি। যখন দূরে ছিলাম, যখন তেমনভাবে কিছু জানতাম না, খানিক সুখে ছিলাম। এখন সব দেখে জেনে সরাসরি যুক্ত হয়ে আর কোনো রাতে ভালোমতো ঘুমাতে পারছি না। কি একটা কষ্টে মাঝরাতে উঠে পায়চারি করতে বাধ্য হই। আমাকে ঘিরে অনেক অভাবী মানুষের আশা প্রত্যাশা। যেন আমার কাছে কোনো জাদুকাঠি আছে। যা দিয়ে তাদের সব সমস্যার সমাধান করতে পারি। ওরা আমাকে ঈশ্বর ভাবছে। কিন্তু আমি যে সেই খড়, মাটি রংয়ের একটা মূর্তি ছাড়া আর কিছুই নয়।”

আর তারপর থেকেই রীতিমতো শোরগোল তৈরি হয়। এই পোস্টের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইলেন তৃণমূল বিধায়ক, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। তবে অবশেষে গোটা বিষয়ে সাফাই দিতে দেখা গেল বলাগড়ের তৃণমূল বিধায়ককে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সাফাই দেওয়ার পরেও তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক কমে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!