এখন পড়ছেন
হোম > জাতীয় > দীর্ঘদিনের বৈরিতা ভুলে বিজেপির বিরুদ্ধে হাতে হাত মেলাতে চলেছে শাসক-বিরোধী

দীর্ঘদিনের বৈরিতা ভুলে বিজেপির বিরুদ্ধে হাতে হাত মেলাতে চলেছে শাসক-বিরোধী


তেলুগু দেশম পার্টি সুপ্রিমো ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু র নির্দেশে গত সপ্তাহেই দুই টিডিপি সাংসদ অশোক গজপতি রাজু এবং ওয়াই এস চৌধুরীর মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন । এদিন আবার ওয়াইএসআর কংগ্রেসের অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার কথা জানিয়ে কেন্দ্রে মোদী সরকার কে কোণঠাসা করলো তেলুগু দেশম পার্টি (টিডিপি) । অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ,বৃহস্পতিবার , বিধানসভায় বললেন, ”যে দলই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করুক না কেন, প্রয়োজন হলে আমরা সেই প্রস্তাব সমর্থন করব। প্রথম এনডিএ সরকারে ছিল টিডিপি। আমরা ক্ষমতা চাইনি। বাজপেয়ীজি টিডিপির ৬ জনকে মন্ত্রী করার প্রস্তাব দেন। কিন্তু আমরা সেই প্রস্তাব গ্রহণ করিনি। বাজেপেয়ীজির আমলে তিনি আমাদের পরামর্শ নিতেন। আমাদের সঙ্গে আলোচনার ফলেই সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু করার কথা ভেবেছিল সরকার।” উল্লেখ্য গত সপ্তাহেই অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্টেটাসের দাবি পূরণ না হওয়াতে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে চন্দ্রবাবুর নির্দেশে পদত্যাগ করেন টিডিপির দুই সাংসদ অশোক গজপতি রাজু এবং ওয়াই এস চৌধুরী। সূত্রের খবর, শুক্রবার টিডিপি তাঁদের বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন। তারপরেই ঘোষণা করে দেওয়া হবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে টিডিপি বেরিয়ে যাচ্ছে। এই খবর যদি সত্যি হয় তাহলে বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্ট গঠন অবশ্যম্ভাবী হয়ে উঠবে বলে জানা যাচ্ছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!