এখন পড়ছেন
হোম > জাতীয় > মন্ত্রীসভায় বড়সড় রদবদল – ৪ হেভিওয়েটকে পদত্যাগ করিয়ে, এলেন ৪ নতুন দাপুটে নেতা

মন্ত্রীসভায় বড়সড় রদবদল – ৪ হেভিওয়েটকে পদত্যাগ করিয়ে, এলেন ৪ নতুন দাপুটে নেতা

বিগত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী-অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপিকে হারাতে দীর্ঘদিনের বৈরিতা ভুলে এক ছাতার তলায় এসেছিলেন প্রায় সকল বিরোধীরাই। সকলেই মনে করছিলেন সম্মিলিত সেই জোটের কাছে হেরে গিয়ে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে আর বোধহয় বসা হবে না নরেন্দ্র মোদির। কিন্তু, মোদী-শাহ জুটি বারেবারেই দাবি করে এসেছিলেন – সম্মিলিত বিরোধীদের সেই জোট আসলে ‘সুবিধাবাদীদের’ জোট।

তাঁদের আরও দাবি ছিল, এই জোটকে কিছুতেই সমর্থন করবেন না সাধারণ মানুষ – কেননা মানুষ ভরসা করেন স্থিতিশীল সরকারের উপর, যা নাকি একমাত্র দিতে পারে বিজেপি। আর বাস্তবে ডেকে গেল, তাঁদের সেই দাবিই ঠিক – বিজেপিকে একই ৩০৩ আসনে জিতিয়ে একক ক্ষমতায় কেন্দ্রে সরকার গড়ার অধিকার দিয়েছেন ভারতবাসী। আর তার থেকেও মারাত্মক কথা, নরেন্দ্র মোদির অশ্বমেধের ঘোড়া থামাতে না পেরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বিরোধী ঐক্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধী দল থেকে বিজেপি শিবিরে নাম লেখাতে মরিয়া জনপ্রতিনিধিরা। আর তারই ফলশ্রুতি হিসাবে দেশের বিভিন্ন প্রান্তে বড়সড় ভাঙন ধরছে বিরোধী দলগুলিতে। এরকমই কিছুদিন আগে গোয়ায় ১০ কংগ্রেস বিধায়ক কেন্দ্রীয় নেতৃত্বের দিশাহীন রাজনীতির প্রতি অনাস্থা দেখিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন। যে বিধায়করা দুদিন আগে পর্যন্ত গোয়া সরকারকে কার্যত নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছিলেন, তাঁদের এই শিবির বদলে ঝড় বয়ে যায় জাতীয় রাজনীতিতে। প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি কংগ্রেস সহ বিরোধীরা এবার দেশজুড়ে বড়সড় অস্তিত্বের সঙ্কটে পড়তে চলেছে?

আর সেই সব জল্পনার মাঝেই বড় খবর – এবার বড়সড় রদবদল হল গোয়া মন্ত্রীসভায়। গোয়ার মুখ্যমন্ত্রী গোয়া ফরওয়ার্ড পার্টি তিন ও এক নির্দল মন্ত্রীকে মন্ত্রীসভা থেকে ইস্তফা দিতে বলার পরেই জল্পনা করা হচ্ছিল এই রদবদল নিয়ে। এবার দেখা গেল, বাস্তবিকই এতদিন বিরোধীনেতার কুর্শি সামলানো চন্দ্রকান্ত কাওলেকর, বিধানসভার উপাধাক্ষ মাইকেল লোবো, ফিলিপ নেরি রডরিগেজ ও জেনিফার মৌনসেরাট মন্ত্রীসভায় এলেন। ৪০ সদস্যের গোয়া মন্ত্রীসভায় বর্তমানে কংগ্রেসের ৫ বিধায়ক থাকলেও, যেভাবে মন্ত্রীদের ছাঁটা হল, তা নিয়ে কিন্তু অসন্তোষ বাড়ছে গোয়ার রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!