এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনে হেরে আরো বড় ধাক্কা নরেন্দ্র মোদী-অমিত শাহর

উপনির্বাচনে হেরে আরো বড় ধাক্কা নরেন্দ্র মোদী-অমিত শাহর

উপনির্বাচনে হেরে আরো বড় ধাক্কা নরেন্দ্র মোদী-অমিত শাহর।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর কেন্দ্র গোরখপুরে লোকসভা উপনির্বাচনে সমাজবাদী পার্টির কাছে বিজেপির চূড়ান্ত পরাজয়ের কথা এখনো ঠিক মতন মেনে নিতে পারছেন না বহু বিজেপি নেতা ও দলীয় কর্মীরা। এই পরাজয়ের পরেই দলের মধ্যে শুরু হয়ে গিয়েছে মতান্তর। সোস্যাল মিডিয়ায় নিজের মতামত লিখলেন বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। ট্যুইট করে তিনি অভিযোগ করলেন , “মোদির ঔদ্ধত্তের কারণেই গোরখপুরে হার হয়েছে বিজেপির। তারও অভিযোগ করে বিজেপি নেতা লিখেছেন, মোদির ওভার কনফিডেন্স আর তাড়াতাড়ি মেজাজ হারানোর প্রবণতাই এই হারের জন্য দায়ী।
ঔদ্ধত্য, ওভার কনভিডেন্স আর মেজাজ হারানোর প্রবণতাই রাজনীতিক কাল। সেটা ট্রাম্পের হোক আর বিরোধী নেতাদেরই হোক। ” অন্য আরেকটি ট্যুইটে অমিত শাহ এবং মোদীকে উদ্দেশ্য করে তিনি বললেন ,” উত্তর প্রদেশ এবং বিহারের উপনির্বাচনের হার থেকে শিক্ষা নিয়ে ২০১৯-এর লোকসভার জন্য কোমর বাঁধার উচিত। আশা করি এই খারাপ পরিস্থিতি থেকে আমরা দ্রুত বেরিয়ে আসতে পারব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!