এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে রেল পরিষেবা স্বাভাবিক করা নিয়ে বড়সড় ঘোষণা করলো ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ

দেশজুড়ে রেল পরিষেবা স্বাভাবিক করা নিয়ে বড়সড় ঘোষণা করলো ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ


করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে দেশজুড়ে অন্য সব কিছুর মতো থমকে ছিল রেল পরিষেবাও। এবার লকডাউনের পঞ্চম দফার শুরুতেই রইল পরিষেবা স্বাভাবিক করা নিয়ে বড়সড় ঘোষণা করলো রেল দপ্তর।

জানা যাচ্ছে এদিন রেল দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে,
আগামীকাল অর্থাৎ সোমবার থেকে দেশজুড়ে বিশেষ ট্রেন-সহ মোট ২০০টি ট্রেন চালানো হবে, এর মধ্যে পূর্ব রেলেও একাধিক ট্রেন চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারতীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এই নিয়ে বিস্তারিত নির্দেশিকা জানিয়ে দেবেন। আর তা হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন,ওল্ড দিল্লি জংশন ও নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পোস্টারের মাধ্যেমে জানিয়ে দেওয়া হবে। সেই নির্দেশিকায় বলা হবে যাত্রীদের স্টেশনে প্রবেশ ও প্রস্থানের নিয়মাবলীসাথেই কি মেনে চলতে হবে সব কিছুই জানানো হবে। তবে সেক্ষেত্রে এই সব নিয়মাবলী মানলে তবেই নিয়মগুলি মেনে চললেই স্টেশনে ঢোকার ও ট্রেনে ওঠার ছাড়পত্র পাওয়া যাবে।

দক্ষিণ-পূর্ব রেলে যে ট্রেনগুলি চলবে সেগুলি হল – যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস (সপ্তাহে ৫ দিন), শালিমার-পটনা দুরন্ত এক্সপ্রেস (সপ্তাহে ৩ দিন), হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী (প্রতিদিন), হাওড়া-বারবিল জনশতাব্দী (প্রতিদিন), হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস(প্রতিদিন), হাওড়া-মুম্বই মেল (প্রতিদিন), আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস (প্রতিদিন)।

আর পূর্ব রেলে চলবে – শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (সপ্তাহে ৩ দিন), হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস (সপ্তাহে ৬ দিন), শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (প্রতিদিন), অমৃতসর-কলকাতা এক্সপ্রেস (সপ্তাহে ২ দিন), হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস (প্রতিদিন), দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস (প্রতিদিন) ও হাওড়া-জোধপুর এক্সপ্রেস (প্রতিদিন)।

এদিকে কিভাবে টিকিট পাওয়া যাবে সেই নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে অনলাইন ও তৎকালে টিকিট কাটা যাবে। কিন্তু এর ফলে আরো সংক্রমণ বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্টমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!