এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির চোখে চোখ রেখে ত্রিপুরায় খেলা শুরু তৃণমূলের, প্রবল হুঁশিয়ারি গেরুয়া শিবিরকে

বিজেপির চোখে চোখ রেখে ত্রিপুরায় খেলা শুরু তৃণমূলের, প্রবল হুঁশিয়ারি গেরুয়া শিবিরকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনে জয়লাভের পর ১৬ ই আগস্ট অর্থাৎ আজকের দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যজুড়ে যেমন খেলা হবে দিবস পালন করতে চলেছে তৃণমূল, তেমনই পশ্চিমবঙ্গের বাইরেও একাধিক রাজ্যে হতে চলেছে খেলা হবে দিবসের আয়োজনে। যার মধ্যে অন্যতম হলো ত্রিপুরা। আজ সকালে খেলা হবে দিবস উপলক্ষে আগরতলায় মিছিল করতে দেখা যায় তৃণমূল নেতাকর্মীদের। যে মিছিলে যোগদান করেছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরুপা পোদ্দার, শান্তনু সেন প্রমুখরা। আগরতলাতে ফুটবল খেলায় যোগদান করেন তাঁরা। খেলার পর বিজেপিকে প্রবল হুঁশিয়ারি দিতে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আজ ত্রিপুরার একাধিক স্থানে খেলা হবে দিবস পালন করতে চলেছে তৃণমূল। কিন্তু বহু স্থানে তাদের বাধা দিয়েছে বিজেপি। আজ সকালে খেলা হবে ও জিতবে ত্রিপুরা লেখা জার্সি পরে মাঠে নামতে দেখা যায় তৃণমূল নেতা-কর্মীদের। বনমালীপুরে ৩ কিমি রাস্তা জুড়ে মিছিল করেন তৃণমূলের নেতা-কর্মীরা। খেলা হবে দিবসের স্লোগান দিতে দেখা যায় তাঁদের। রাজপথেই তাঁদের ফুটবল নিয়ে নামতে দেখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগরতলার আস্তাবল মাঠে ফুটবল খেলায় যোগদান করেন তাঁরা। খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বল নিয়ে জাগলিং করেন। বলে শর্ট মারেন শান্তনু সেন, অপরুপা পোদ্দার প্রমুখরা। খেলার পর প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, ত্রিপুরাতে ভালো ভালো ফুটবলার ছিলেন। কলকাতার মাঠে তাঁরা কত খেলেছেন। এখন খেলাটাকেই নষ্ট করে দিয়েছে বিজেপি। ত্রিপুরার গুন্ডারাজ চালানো হচ্ছে। রাজ্যে ক্ষমতায় এলে ফুটবল একাডেমি করা হবে।

সাংসদ অর্পিতা ঘোষ জানিয়েছেন যে, গতকাল দুজন তৃণমূল সাংসদকে আক্রমণ করা হয়েছে। মহিলাদের ওপর আক্রমণ করতে ছাড়ছে না বিজেপি। কিন্তু তাঁরা ময়দান ছেড়ে যাবেন না। তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছেন যে, যত তাঁদের মারা হবে, তাঁরা ততো এখানে খেলা দেখাবেন। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় পরিণত করে দিয়েছে তৃণমূল। রাজ্যে সিন্ডিকেট ও কাটমানির খেলা চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!