এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিপ্লব মিত্রের ফেরা তো শুধু ট্রেলার! বিজেপির আরোও ২১ হেভিওয়েট নেতা তৃণমূলের দিকে পা বাড়িয়ে?

বিপ্লব মিত্রের ফেরা তো শুধু ট্রেলার! বিজেপির আরোও ২১ হেভিওয়েট নেতা তৃণমূলের দিকে পা বাড়িয়ে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদলের নেতা-কর্মীদের নিজ দলভুক্ত করে কিংবা নিজদল ত্যাগ করে অন্যদলে চলে যাওয়া অভিমানীদের ঘরওয়াপসি করে চলছে নিজের দলের উদরপূর্তি। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের হেভিওয়েট নেতা বিপ্লব মিত্র তাঁর ভাই প্রশান্ত মিত্রকে নিয়ে বিজেপি ছেড়ে পুনরায় ফিরে এলেন তৃণমূলে। বিপ্লব বাবুর তৃণমূল দলে প্রত্যাবর্তন প্রসঙ্গে দলে সদ্য পদ পাওয়া রাজ্যস্তরের তৃণমূলের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ” বিজেপির চার সাংসদ, এক বিধায়ক ও ১৬ কাউন্সিলর…।”

তৃণমূলের মুখপাত্রর সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট মানুষকে ভাবাতে শুরু করে দিয়েছে। এই পোস্ট ঘিরে শুরু হয়ে গেছে একাধিক জল্পনা-কল্পনা। যদিও তাঁর লেখা পোস্টটি অসম্পূর্ণ, কিন্তু এটা নিয়েই কার্যত ঝড় শুরু হয়ে গেছে বাংলার রাজনীতির জগতে। এই পোস্টে তিনি একটিবারের জন্যও উল্লেখ করেননি যে, বিজেপির ৪ সাংসদ, ১ বিধায়ক ও ১৬ কাউন্সিলর বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন, বা তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছেন এরকম কিছু।

কিন্তু তাঁর এই অসম্পূর্ণ পোস্টটি বিজেপির জন্য এক অশনিসংকেত রূপে প্রতীয়মান হচ্ছে। এক কথায় তা বিজেপির ভাঙ্গনের স্পষ্ট বার্তাবাহী।
প্রকৃতপক্ষে, ২০১৯ সালে লোকসভার ভোটে ১৮ টি আসন লাভ করে প্রধান বিরোধী দল রূপে বিজেপি তৃণমূলের ঘাড়ে নিঃস্বাস ফেলতে শুরু করে দিয়েছিল। তারপর একের পর এক তৃণমূলে ভাঙ্গন ধরিয়ে নিজেদের ঘর মজবুত করতে শুরু করে দিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্তিতির অনেকটা বদল এসেছে। ২০১৯ এর নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের সংগঠন কে মজবুত করে তৃণমূল এখন বিজেপির ঘর ভাঙতে শুরু করেছে। বিজেপিকে বিরাট ধাক্কা নিয়ে আসন্ন নির্বাচনের আগে একবারে ভঙ্গুর করে দেওয়াই তৃণমূলের লক্ষ্য।
প্রসঙ্গত, আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ রাজ্যে নিজেদের দল ও সংগঠনকে মজবুত করতে বিজেপির কয়েকটি মিটিং ইতিমধ্যেই হয়ে গেছে। বিজেপির এইসব মিটিং থেকে যেটুকু খবর পাওয়া গেছে, তা বিজেপির পক্ষে আদৌ সুখদায়ক নয়।

কারণ বিজেপির অনেক কর্ম-কর্তা থেকে শুরু করে সাংসদ, বিধায়ক পর্যন্ত বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতি সন্তুষ্ট নন। কমিটি গড়ে নির্বাচনী লড়াই শুরু করেও বিজেপি যে খুব একটা সুবিধাজনক অবস্তায় নেই, তা দিল্লির বৈঠকের মাঝপথেই মুকুল রায়ের কলকাতা প্রর্ত্যবর্তন, মুকুল ঘনিষ্ঠ কিছু নেতা কর্মীর অন্তর্কলহ, কিংবা দলের সমান্তরাল দুই গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান মতান্তর ।

এই সমস্ত কিছুই বিজেপির ভাঙ্গনের দিকটি বারবার নির্দেশ করছে। আর এই আবহের মধ্যেই কিছুদিন ধরে চলে মুকুল রায়, শুভ্রাংশু রায়কে নিয়ে তুমুল জল্পনা, আর তারপেরই জল্পনা চলে অর্জুন সিং কে নিয়ে। দলের এই ভঙ্গুর অবস্থায় দলে সদ্য পদ পাওয়া রাজ্যস্তরের তৃণমূল মুখপাত্রের করা সোশ্যাল মিডিয়ার পোস্টটি বিজেপির আসন্ন ভাঙ্গনের ইঙ্গিত বাহন করছে না তো? সেদিকেই দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!