এখন পড়ছেন
হোম > রাজ্য > নতুন যুক্তি দেখিয়ে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় বসতে নারাজ রাজ্য সরকার আবার দ্বারস্থ আদালতের!

নতুন যুক্তি দেখিয়ে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় বসতে নারাজ রাজ্য সরকার আবার দ্বারস্থ আদালতের!

রথযাত্রাকে কেন্দ্র করে ফের বিজেপির আকাশে নিশ্চয়তার মেঘ দেখা দিচ্ছে। জানা যাচ্ছে যে, নতুন যুক্তি দেখিয়ে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় বসতে নারাজ রাজ্য সরকার এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে !

রথযাত্রা নিয়ে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আর সেই মতো বিজেপির রাজ্য নেতৃত্ব মুখ্যসচিবকে লিখিত প্রস্তাব দিয়ে আলোচনায় বসতেও চেয়েছেন। কিন্তু গোল বেঁধেছে ২ নেতাকে নিয়ে.জানা যাচ্ছে রাজ্য সরকার বিজেপির দুই নেতা মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আলোচনায় বসতে রাজ্য সরকার রাজি নয়।

তবে রাজ্য সরকার মুখে দু নেতার নাম বললেও আদতে মুকুল রায় এর মুখোমুখি হতে চাইছে না তৃণমূল সরকার এমনটাই মনে করছেন রাজনৈতিকমহল।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই সোমবার এই মর্মে হাই কোর্টে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হল শাসকের তরফ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে আদালতে জানানো হয় যে, বিজেপি প্রতিনিধি দলের দুই সদস্য মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার ফৌজদারি মামলায় অভিযুক্ত। তাই তাঁদের সঙ্গে রথযাত্রা নিয়ে আলোচনায় বসা যাবে না।

যদিও আদালতের তরফ থেকে জানানো হয় যে ডিজি, আইজি-র মতো প্রশাসনের শীর্ষ পদাধিকারীদের বিরুদ্ধেও আদালত আবমাননার মামলা চলছে। যদিও মামলাটি গ্রহণ করেছে আদালত বলেই জানা গেছে। মঙ্গলবার মামলার শুনানি।

প্রসঙ্গত, রথযাত্রার অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু, নিরাপত্তাজনিত কারণে বিজেপির কর্মসূচিতে স্থগিতাদেশ জারি করে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ। এরপর বিজেপির তরফ থেকে ফের ডিভিশন বেঞ্চে মামলা করা হলে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে আলোচনায় বসার নির্দেশ দেয় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ।

এদিন সেই রায় ঘোষণার পর নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখাও করতে যান বিজেপি নেতা মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার। জানা গেছে রথযাত্রা নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয় বিজেপির তরফ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!