এখন পড়ছেন
হোম > খেলা > ক্রীড়া জগতে ইন্দ্রপতন! প্রয়াত কিংবদন্তি মিলখা সিং

ক্রীড়া জগতে ইন্দ্রপতন! প্রয়াত কিংবদন্তি মিলখা সিং


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের ক্রীড়া জগতে ইন্দ্রপতন। গতকাল রাত এগারোটা বেজে ত্রিশ মিনিটে প্রয়াত হলেন কিংবদন্তি মিলখা সিং। যিনি উড়ন্ত শিখ নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মারণব্যাধি করোনার সঙ্গে দীর্ঘ লড়াই করে, তাকে হারিয়ে সুস্থ হলেও শেষ পর্যন্ত কোভিড পরবর্তী শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে তাঁর মৃত্যু ঘটলো।

কত ২০ সে মে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সে সময় তাঁকে মোহালির একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু গত ৩ রা জুন অসুস্থ হয়ে পড়লে, তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি কিছুটা সুস্থ হলেও বৃহস্পতিবার রাত থেকে তিনি আবার অসুস্থ হয়ে পড়তে থাকেন। জ্বর আসে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে তাঁর। এদিকে তাঁর স্ত্রী নির্মল কৌর করোনার সঙ্গে লড়াই করে গত ১৩ ই জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর মাত্র পাঁচ দিনের মধ্যে গতকাল রাত এগারোটা বেজে ত্রিশ মিনিটে মৃত্যু ঘটলো মিলখা সিংয়ের। চন্ডিগড় এর পোস্ট গ্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত মাসে করোনা আক্রান্ত হবার পর খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন তিনি। সে সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তিনি সুস্থ হয়ে ছিলেন। কিন্তু আবার অসুস্থ হয়ে গতকাল তাঁর মৃত্যু। তাঁর প্রয়াণ স্বর্ণ যুগের অবসান বলা চলে।

কিংবদন্তি মিলখা সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্রীড়ামন্ত্রী কিরন রিরিজু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এশিয়ান গেমসে চারবার সোনা জিতেছিলেন মিলখা সিং, ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি, অলিম্পিকে একাধিকবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে।

উড়ন্ত শিখ মিলখা সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, কিছুদিন আগেও তিনি মিলখা সিংয়ের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু এখন তিনি ভাবতে পারছেন না যে, সেটাই তাঁদের শেষ কথোপকথন ছিল। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে, আগামী এথলিটরা মিলখা সিংয়ের জীবনের থেকে অনুপ্রেরণা লাভ করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!