নাম না করে মুখ্যমন্ত্রীর নাম আর্থিক দুর্নীতিতে জড়িয়ে দিলেন বিজেপি নেতা বিশেষ খবর রাজ্য January 4, 2018 এক সর্বভারতীয় ওয়েব পোর্টালের বাংলা সংস্করণের খবর অনুযায়ী এবার নাম না করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আর্থিক দুর্নীতিতে জড়িয়ে দিলেন এক বিজেপি নেতা। ওই ওয়েব পোর্টালের খবর অনুযায়ী, ঝাড়গ্রাম জেলা বিজেপি কমিটির সদস্য বাপ্পা দত্ত বিস্ফোরক অভিযোগ এনে বলেন, পঞ্চায়েতের টাকা যাচ্ছে কালীঘাটে (মুখ্যমন্ত্রীর বাসস্থান), আপনারা এটা জানুন। কেন্দ্রের টাকা কালীঘাটে যাবে কেন? ওই ওয়েব পোর্টালের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বিনপুর থানার হাড়দার পঞ্চায়েত সমিতির কাছে ১৬ দফা দাবী নিয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি করে বিজেপি, সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা বলে খবর। ১৬ দফা দাবীর মধ্যে অন্যতম হল, ১. প্রধান মন্ত্রী আবাস যোজনার তালিকা অনুযায়ী টাকা দিতে হবে ২. এলাকায় কতগুলি শৌচালয় নির্মাণ হচ্ছে তার তালিকাও প্রকাশ করতে হবে আপনার মতামত জানান -