এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে অনুব্রত গড়ে উন্নয়নের স্বার্থে বড়সড় পদ পেলেন ৩ প্রভাবশালী তৃণমূল নেতা-নেত্রী

করোনা আবহে অনুব্রত গড়ে উন্নয়নের স্বার্থে বড়সড় পদ পেলেন ৩ প্রভাবশালী তৃণমূল নেতা-নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভয়াবহতার কারণে মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন করা সম্ভব হচ্ছে না। যার ফলে সেই সমস্ত পৌরসভায় রাজ্য সরকারের পক্ষ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে প্রশাসক মন্ডলী। মূলত যারা পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তাদেরকেই প্রশাসক বোর্ডের মাথায় রেখে বেশ কিছু কাউন্সিলরকে সেই বোর্ডের সদস্য করা হচ্ছে। আর তারাই উন্নয়নের সমস্ত কাজ পরিচালনা করবেন। প্রায় 1 বছর 1 মাস হয়ে গেল দুবরাজপুর পৌরসভার মেয়াদ শেষ হয়েছে। অবশেষে এখানে সেই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পান্ডেকে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল।

সূত্রের খবর, শুক্রবার রাজ্যের পুরো এবং নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বীরভূমের জেলাশাসকের কাছে একটি নির্দেশিকা আসে। আর সেখানেই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পান্ডেকে সেই বোর্ডের মাথায় রেখে সেখানে রাখা হয়েছে প্রাক্তন ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলি এবং কাউন্সিলার সরস্বতী মাঝিকে। স্বাভাবিকভাবেই এক বছরের বেশি সময় পার হয়ে যাওয়ার পর অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটিতে প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ও এক কাউন্সিলরকে দুবরাজপুর পৌরসভার দায়িত্ব দেওয়ায় নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, উন্নয়ন প্রক্রিয়া যাতে থমকে না থাকে, তার জন্য এই পৌরসভায় প্রশাসক বোর্ড গঠন করে দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা আসায় এবং তিনি দায়িত্ব পাওয়ায় কেমন লাগছে? এদিন এই প্রসঙ্গে পীযূষ পাণ্ডে বলেন, “দীর্ঘ কুড়ি বছর ধরে পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের নির্দেশমত এবার প্রশাসক হিসেবে নাগরিক পরিষেবার দিকটি সুনিশ্চিত করব।”

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভয়াবহতার কারণে নির্বাচন প্রক্রিয়া করা সম্ভব হচ্ছে না। তবে পরবর্তীতে নির্বাচনের সময় বিরোধীরা যাতে এইদিকে খামতির কথা তুলে ধরে শাসক দলকে কটাক্ষ করতে না পারে, তার জন্যই প্রশাসনের পক্ষ থেকে পৌরসভায় প্রশাসক মন্ডলী গঠন করে উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে বলেই মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!