এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল বিধায়ককে মাওবাদীদের হুমকি চিঠি

তৃণমূল বিধায়ককে মাওবাদীদের হুমকি চিঠি


বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে না হলে খুন করা হবে গারুলিয়া পুরসভার চেয়ারম্যান-সহ তৃণমূল কংগ্রেস নেতাদের। শুধু তাই নয় গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিং’র পরিবারকেও বাঁচতে দেওয়া হবেনা। এই মর্মে চিঠি পেলেন খোদ গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিং। চিঠির প্রেরক হিসেবে জানা গেলো মাওবাদীদের নাম। এক সপ্তাহ বাদে উত্তরবঙ্গ থেকে ফিরে এসে এই চিঠি পেলেন নোয়াপাড়া কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিং। এই চিঠি পাওয়ার পরেই তিনি নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ঘটনায় নোয়াপাড়া থানার পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগও তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গে জানা যাচ্ছে চিঠির বয়ানে লেখা আছে, ” সুনীলবাবু যতই পুলিশ ও নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরুন মাওবাদীদের আপনাকে খুন করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে।” উল্লেখ্য গারুলিয়া পুরসভার চেয়ারম্যানের এই চিঠি পাওয়ার আগেই ঐ পুরসভার ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায়, ১৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান মোনালিসা সরকার, তৃণমূল নেতা অসিন সাউ একই চিঠি পেয়েছেন। নোয়াপাড়া কেন্দ্রের নব নির্বাচিত বিধায়কের কাছ থেকে জানা গেলো গত ৩ মাস যাবত এই হুমকি চিঠি দেওয়ার ঘটনা ঘটছে। তিনি আরো বললেন, “গারুলিয়ায় মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই। মাওবাদীদের নাম করে কেউ এই কাজ করছে বলেই ধারণা। পুলিশকে জানিয়েছি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে। কারা এই চিঠি পাঠিয়েছে সেই বিষয়ে কোনও সূত্র পাওয়া যায়নি। চিঠিগুলো এসেছে কলকাতার একটি ঠিকানা থেকে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!