এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জল্পনাকে সত্যি করে বিজেপিতে যোগ হিরনের, চ্যালেঞ্জের মুখে তৃণমূল!

জল্পনাকে সত্যি করে বিজেপিতে যোগ হিরনের, চ্যালেঞ্জের মুখে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অবশেষে জল্পনাই সত্যি হল। তৃণমূলের প্রথম দিনকার অন্যতম সৈনিক তথা বাংলা সিনেমা জগতের বিশিষ্ট অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এবার যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। সূত্রের খবর, বৃহস্পতিবার নামখানায় বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা থেকে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। যেখানে তার হাতে বিজেপির পতাকা তুলে দিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

স্বাভাবিকভাবেই বর্তমানে টলিউডকে যেভাবে বিজেপি নিজেদের দিকে নিয়ে যেতে শুরু করেছে, তাতে এখন ব্যাপক চাপে পড়ে গেল শাসকদল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।অনেকেই বলতে শুরু করেছেন, শুধু হেভিওয়েট নেতা নেত্রী নয়, এখন বর্তমানে অভিনয় জগতের বিশিষ্ট মানুষদের বিজেপি নিজেদের দিকে নিয়ে এসে বাংলার সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে নিজেদেরকে চিহ্নিত করতে চাইছে।

ইতিমধ্যেই রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে পাপিয়া অধিকারী, যশ দাশগুপ্ত থেকে শুরু করে সৌমিলি বিশ্বাসের মত একঝাঁক তারকা যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। সেদিক থেকে হিরণ চট্টোপাধ্যায় অত্যন্ত ব্যতিক্রম মানুষ। তিনি কলেজ জীবন থেকে তৃণমূল ছাত্র পরিষদ করেছেন। তারপর তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যস্তরের বড় মাপের নেতা ছিলেন এই বিশিষ্ট অভিনেতা। তবে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসা হিরণ চট্টোপাধ্যায় এবার অমিত শাহ সভা থেকে বিজেপিতে যোগদান করায় শাসকদল যে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিজেপি খুব ভাল করেই জানে, শুধুমাত্র নেতা-নেত্রীদের নিলেই হবে না। এক্ষেত্রে বাংলার মানুষের সমর্থন পেতে গেলে বাংলার বিশিষ্টজনেদের সমর্থন তাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। তাই বিগত বাম সরকারের আমলে শেষের দিকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় টলিউডকে নিজেদের দখলে নিয়েছিলেন, সেই একই কাজ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূল কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে নেতা-নেত্রীদের পাশাপাশি বাংলা সিনেমা জগতের একাধিক তারকাকে নিজেদের দিকে টানতে শুরু করেছে তারা। এতদিন টলিউডের বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীরা তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিলেন। কিন্তু ধীরে ধীরে সেখানেও আধিপত্য বিস্তার করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর আজ হিরণ চট্টোপাধ্যায়ের মত হেভিওয়েট অভিনেতার বিজেপিতে যোগদান ঘাসফুল শিবিরকে কতটা বিপাকে ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!