এখন পড়ছেন
হোম > রাজ্য > দিদির নির্দেশ অমান্য করে ফের বিরোধীদের হুমকি দিলেন অনুব্রত

দিদির নির্দেশ অমান্য করে ফের বিরোধীদের হুমকি দিলেন অনুব্রত

আবার স্বমহিমায় অনুব্রত মণ্ডল। এদিন রামপুরহাটের আখিরা গ্রামে তৃণমূলের জনসভা হয় আর সেখানে রীতিমতো হুমকি দিলেন বিরোধীদের।এদিন তিনি বললেন, ”আমি পঞ্চায়েত নির্বাচন করাতে আসিনি। আমি এসেছি লোকসভা ভোট করতে। পঞ্চায়েতে অঞ্চল সভাপতিরাই যথেষ্ট। কেউ মনোনয়ন জমা দেবেন না।”কয়েকদিন আগে মালদার আফরাজুল হত্যা প্রসঙ্গে তৃণমূলের ”রাজস্থানের মতো ঘটনা আমার জেলায় ঘটলে যত বড় বিজেপি নেতাই হোন না কেন! আমি তাকে পুড়িয়ে মারতাম।” এরপরে মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে ধমকে ছিলেন। তিনি বলেছিলেন যে তৃণমূল খারাপ কথা বলে না আর তাই কেষ্টকে(অনুব্রত) তিনি শেষবারের মতো সাবধান করে দিচ্ছেন যেন আর কখনো বাজে কথা না বলে।কিন্তু দু দিন পরেই ফের স্বমূর্তি ধারণ করলেন কেষ্ট। তাই রাজনৈতিকমহলে একটাই প্রশ্ন এবার কি অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেওয়া হবে নেত্রীর নির্দেশ অমান্য করার জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!