এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার এ রাজ্যে বিজেপির বড় পদ পেতে চলেছেন মুকুল

এবার এ রাজ্যে বিজেপির বড় পদ পেতে চলেছেন মুকুল


শুধুমাত্র একজন সাধারণ বিজেপি নেতা থেকে এবার তিনি প্রায় বিজেপির শীর্ষ পদে বসতে চলেছেন এমনটাই খবর পাওয়া গেছে। প্রায় দেড় মাস কেটে গেলেও আপাতত কোনো পদ পাননি এতদিন। কিন্তু এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ইচ্ছাতেই খুব শীঘ্রই তিনি রাজ্য বিজেপির নির্বাচন কমিটির চেয়ারম্যান পদে বসতে চলেছেন। তাকে নির্বাচনের হেড করার পিছনেও কারণ আছে আর তা হলো মুকুল রায় তৃণমূলে থাকাকালীন এই নিয়ে তাঁর অভিজ্ঞাতা কম নয়। অমিত শাহদের একমাত্র লক্ষ্য হলো ভোট জেতা। মুকুল রায় বিজেপিতে যোগদানের পর পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জও জানিয়েছেন। আর তাই বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইছে পূর্ব অভিজ্ঞাতা নিয়ে নির্বাচনের সমগ্র পরিকল্পনার দায়িত্ব নিন মুকুল রায়।প্রার্থী তালিকা থেকে শুরু করে, সংগঠন বাড়ানোর বিষয়টি,এছাড়া ভোটার জন্য কাকে কি দ্বায়িত্ত্ব দেওয়া হবে সব কিছুই ঠিক করবেন তিনি নিজে। প্রায় দীর্ঘ ২০ বছর তিনি ভোট করাচ্ছেন আর তার নির্বাচনী অঙ্ক দিয়েই দল সাফল্য পেয়েছে আর তাই বিজেপি শিবির খুবই আশাবাদী। এছাড়া অন্যদিকে মুকুল রায় বিজেপিতে যোগদানের পর থেকেই গুঞ্জন উঠেছিল যে দিলীপ ঘোষের জায়গায় তাঁকেই এবার রাজ্য সভাপতি করা হবে.সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার মুকুলবাবুকে নতুন পদ দেওয়া হচ্ছে ফলে এই নিয়ে জল্পনার ও অবসান হবে বলে।এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন মুকুলদা একজন দক্ষ সংগঠক। তিনি তাঁর সাংগঠনিক দক্ষতা দিয়ে দলকে শক্তিশালী করে তুলবেন পাশাপাশি সাফল্য এনে দেবেন।তাই এখন পঞ্চায়েত ভোটার দিকে তাকিয়ে বিজেপি সহ গোটা বাংলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!