এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় মৃতেরা সত্যিই কি করোনায় আক্রান্ত? নির্ধারণ করতে বিশেষ কমিটি বাংলায়

বাংলায় মৃতেরা সত্যিই কি করোনায় আক্রান্ত? নির্ধারণ করতে বিশেষ কমিটি বাংলায়

যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস। প্রথমদিকে এর অতটা ভয়াবহতা না থাকলেও, পশ্চিমবঙ্গে এখন তা চরম আকার ধারণ করেছে‌। তবে করোনা ভাইরাস নিয়ে পশ্চিমবঙ্গে কতগুলো মৃত্যু হয়েছে, তার ব্যাপারে যে চাপানউতোর চলছে, তা সত্যিই নানা প্রশ্নের সৃষ্টি করেছে।

কখনও রাজ্য সরকারের পক্ষ থেকে এক তথ্য দেওয়া হচ্ছিল, আবার কখনও বা চিকিৎসক এবং বিশেষজ্ঞ টিমের পক্ষ থেকে আরেক তথ্য দেওয়া হচ্ছিল। যা নিয়ে কে ঠিক বলছে, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল সকলের কাছে। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, সরকার মৃত্যুসংখ্যা ছাপিয়ে দিচ্ছে। আর এহেন একটা পরিস্থিতিতে এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নয়া উদ্যোগ শোরগোল ফেলে দিল।

সূত্রের খবর, এবার থেকে রাজ্যের কোনো রোগী যদি জ্বর, সর্দি এবং শ্বাসকষ্ট সংক্রান্ত কারনে মারা যান, তাহলে তার করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে, নাকি অন্য কোনো কারণে, তা খতিয়ে দেখবে পাঁচজনকে নিয়ে গঠিত স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি। জানা গেছে, 5 জনের এই বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন, রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের বর্তমান স্বাস্থ্য অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য্য, কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সায়েন্সের প্রধান চিকিৎসক প্লাবন মুখোপাধ্যায়, পিজি হাসপাতালের ক্রিটিকাল মেডিসিনের প্রধান এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিসিন বিভাগের চিকিৎসক জ্যোতির্ময় পাল।

কিন্তু কিভাবে এই কমিটি কাজ করবে? জানা গেছে, কোনো হাসপাতালে যদি করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়, তাহলে তার সমস্ত তথ্য আগে স্বাস্থ্য দপ্তরে পাঠাতে হবে। সেখানে বিশেষ কমিটি আগে তা খতিয়ে দেখে তার পরেই তারা জানাবেন যে, সেই ব্যক্তির করোনায় নাকি অন্য কিছুতে মৃত্যু হয়েছে। আর রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে অনেকে স্বাগত জানালেও, অনেকে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

একাংশের মতে, আসলে রাজ্য সরকার চাইছে না, মৃত্যুর আসল সংখ্যা সকলের সামনে প্রকাশ করতে। আর তাই এখন বিশেষজ্ঞ কমিটি দিয়ে তলায় তলায় যদি করোনায় প্রকৃত মৃত্যু হয়েও থাকে, তাহলেও সেটাকে ছাপিয়ে গিয়ে অন্য কারণে মৃত্যু হয়েছে বলার চেষ্টা করা হবে। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগে ডেঙ্গুর সময়েও রাজ্য সরকারের পক্ষ থেকে এরকম একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছিল।

একের পর এক যখন মৃত্যু চলছিল, তখন সেই টিম খতিয়ে দেখে তাদের মত পোষণ করছিল। যার ফলে বিরোধীরা প্রশ্ন করেছিল যে, সত্য ঘটনাকে ছাপিয়ে যাওয়া হচ্ছে। আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে হতাশ অনেকেই। অনেকেই বলছেন, করোনায় মৃত্যু হলেও, আদৌ এই বিশেষজ্ঞ কমিটি সেটা স্বীকার করবেন তো? এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!