এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনের কংগ্রেসের কোনও চিহ্ন থাকবে না দাবি শুভেন্দু-র

লোকসভা নির্বাচনের কংগ্রেসের কোনও চিহ্ন থাকবে না দাবি শুভেন্দু-র


লোকসভা নির্বাচনের কংগ্রেসের কোনও চিহ্ন থাকবে না দাবি শুভেন্দু- অধিকারীর। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ব্যাপক পরিমান জয়ের পর মুর্শিদাবাদের অধীর-মিথদের উদ্যেশ্যে এদিন তৃণমূল মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘মুর্শিদাবাদে আর কেউ কংগ্রেস করতে চায় না। কংগ্রেসের কোনও চিহ্ন থাকবে না লোকসভা নির্বাচনের পর। নিজের কেন্দ্র বহরমপুরে অধীর চৌধুরী কী ভাবে হারবেন, তা তিনি কল্পনাও করতে পারছেন না।’ দলের প্রতি গর্ব করে এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নের প্রসংসা করে তিনি বলেন উন্নয়নের জন্যই বিশাল জয় পেয়েছে তৃণমূল।উন্নয়নের ফলে জনসংযোগ বেড়েছে আর তা থেকে গোটা বাংলায় প্রভাব পড়েছে। সেই উন্নয়ন নাকি আছড়ে পড়েছে মালদহ ও মুর্শিদাবাদও। কংগ্রেসের দুই জেলাতেও তাই উল্লেখযোগ্য ফলাফল করেছে তৃণমূল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মুর্শিদাবাদ ও মালদায় তৃণমূলের জয়ের পর তিনি উল্লাসের সাথে জানান, ‘এই দুই জেলা এতদিন কংগ্রেসের গড় বলে ব্যাখ্যা করা হত। এই নির্বাচনের পর নিশ্চয় আর কেউ বলবেন না, এটা কংগ্রেসের গড়। দুই জেলাতেই আজ গণেশ উল্টে গিয়েছে। পরিবর্তন এসেছে। এখন নিজেদের অস্তিত্বরক্ষাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের কাছে। তিনি এদিন দাবি করেন যে মুর্শিদাবাদে তৃণমূল প্রায় ১০০ শতাংশ আসন দখল করেছে , আর মালদহের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও ৯০ শতাংশের বেশি আসন পেয়েছে তৃণমূল। আর এর পরেই বোমা ফাটান তিনি বলেন যে, ‘ইতিমধ্যেই অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁরা তৃণমূলে যোগ দিতে ইচ্ছাপ্রকাশ করেছেন। চারজন বিধায়ক আগেই যোগ দিয়েছিলেন তৃণমূলে। বাকিরাও তৃণমূলে আসতে চান। লোকসভা ভোটের আগে কংগ্রেস একেবারে নিঃশেষ হয়ে যাবে। অধীরবাবুর সঙ্গে কেউ থাকবেন না।’ এদিন অধীরবাবুকে এত বলার পরেও কটাক্ষ করতে ছাড়েননি। কংগ্রেসকে কটাক্ষ করে এদিন বলেন, ‘আসলে অধীরবাবুর সুযোগসন্ধানী রাজনীতি আর কেউ পছন্দ করছেন না।’ সাথে উন্নয়নকে জুড়ে দিয়ে জানান মুর্শিদাবাদের উন্নয়নে কাজ করছে তৃণমূল কংগ্রেস। এতদিন উন্নয়ন হয়নি, এখন উন্নয়নের জোয়ার বইছে। তাই এই জেলাতেও তৃণমূলের দাপট শুরু হয়েছে। আগামী লোকসভা নির্বাচনেও দুই জেলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!