এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বেতন বাড়লো এই শিক্ষকদের, ঘোষণা শিক্ষমন্ত্রীর, জেনে নিন

এবার বেতন বাড়লো এই শিক্ষকদের, ঘোষণা শিক্ষমন্ত্রীর, জেনে নিন

অবশেষে এসএসকে ও এমএসকে শিক্ষক শিক্ষিকাদের মুখে হাসি ফুটিয়ে এদিন শিক্ষমন্ত্রী তাঁদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন। জানা যাচ্ছে যে, আজ সোমবার এসএসকে এবং এমএসকে শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেই বৈঠকের পরেই বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগে এসএসকে ও এমএসকে শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল সল্টলেক। সেই উত্তাল পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের তরফ থেকে মোতায়েন করা হয়েছিল RAF ও বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন ছিল মহিলা পুলিশও। বন্ধ করে দেওয়া হয়েছিল করুণাময়ী থেকে বিকাশ ভবনগামী উভয় রাস্তা। সেই সময়ও সল্টলেকের বিধান মূর্তির পাদদেশে তারা ধর্ণায় বসেছিলেন। পরে শিক্ষামন্ত্রীর আশ্বাসে বাড়ল এসএসকে এবং এমএসকে শিক্ষকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর আজ সেই প্রতিশ্রুতি মতো এসএসকের শিক্ষকদের বেতন বাড়লো। জানা যাচ্ছে যে, ৫৯৫৪ টাকা থেকে বেড়ে হল ১০ হাজার টাকা ও এসএসকে প্রধানরা পাবেন ১০ হাজার ৩৪০ টাকা। আর এমএসকে শিক্ষকদের বেতন ৮৯০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৩ হাজার টাকা। তবে এমএসকের প্রধানরা পাবেন ১৪ হাজার টাকা।

এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সহায়ক, সম্প্রসারকের পদ থেকে এবার শিক্ষকের মর্যাদা পাবেন এসএসকে এবং এমএসকের শিক্ষকরা। পাবেন শিক্ষকদের সমস্ত সুবিধাও। আগামী দিনে এসএসকে এবং এমএসকে শিক্ষকদের কথা ভাবা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এদিকে সরকার তাদের দাবি মেনেছেন তাতে খুশি এসএসকে ও এমএসকে শিক্ষক শিক্ষিকারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!