এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভার নতুন নিয়ম ঘুম ছুটিয়ে দিচ্ছে বিজেপির বিধায়কদের, একাধিক নিয়মের গেরোয় বাড়ছে প্রবল অস্বস্তি

বিধানসভার নতুন নিয়ম ঘুম ছুটিয়ে দিচ্ছে বিজেপির বিধায়কদের, একাধিক নিয়মের গেরোয় বাড়ছে প্রবল অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার নতুন নিয়মে বিপাকে পড়েছেন বিজেপির বিধায়কেরা। সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে যে, এখন থেকে বিধায়কদের আবাসনে অস্ত্র নিয়ে নিরাপত্তাকর্মীদের প্রবেশ করতে দেয়া হবে না। মন্ত্রী, বিধায়ক সকলের নিরাপত্তারক্ষীকেই ছোট-বড় সমস্ত অস্ত্র অন্যত্র জমা রেখে বিধায়ক আবাসনে প্রবেশ করতে হবে। ছোট অস্ত্র আবাসনের নিচে জমা দিতে হবে, অন্যদিকে, একে ৪৭ এর মতো বড় ধরনের কোনো অস্ত্র থাকলে, তা পার্কস্ট্রিট থানায় জমা দিতে হবে। তবে, শেষপর্যন্ত কেন্দ্রীয় সিআইএসএফ বাহিনীর জওয়ানদের আপত্তির পর বিধায়ক আবাসনের নিকটস্থ জাদুঘরের সিআইএসএফ ক্যাম্প এর ভেতরে বড় অস্ত্র জমা রাখার নির্দেশ দেয়া হয়।

বিধানসভার এই নতুন নিয়ম তীব্র সমস্যায় ফেলে দিয়েছে বিজেপির বিধায়কদের। কারণ, বিজেপির বিধায়কদের মধ্যে ৬০ জনই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে থাকেন। অল্প কিছু জন বিধায়ক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা গ্রহণ করেননি। গতকাল থেকে বিধানসভার অধিবেশন শুরু হলে, বিধায়কেরা বিধানসভার সচিবালয়তে থাকতে এসেছিলেন। কিন্তু নতুন এই নিয়মের ফলে, তাঁদের ব্যাপক সমস্যায় পড়তে হলো। এ কারণে বহু বিধায়ক গতকাল সন্ধ্যার পরেও প্রবেশ করতে পারেন নি সচিবালয়ে। নিজেদের নিরাপত্তারক্ষীদেরকে নিয়ে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, শুধু অস্র রাখাই নয়, বিধানসভা নিয়ম অনুযায়ী, নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থাও করতে হয়েছে বিধায়কদের। নিরাপত্তারক্ষী, গাড়িচালক সকলের থাকার খরচ মেটাতে হয়েছে বিধায়কদের। বলে বেড়েছে আরও সমস্যা। এ প্রসঙ্গে বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া জানিয়েছেন যে, জীবনের ঝুঁকি থাকার কারণেই কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এটা কি কোন দীর্ঘস্থায়ী ব্যবস্থা হতে পারে?

নিরাপত্তার জন্য তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দেয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যদি অস্ত্রই না রাখতে পারে, তবে কীভাবে তাঁরা তাঁদের নিরাপত্তা দেবেন? অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা জানিয়েছেন যে, যখন নিয়ম করা হয়েছে, তখন সে নিয়ম মেনে চলতেই হবে। সমস্ত কিছুর প্রতিবাদ করে লাভ হবে না। এই বিষয় নিয়ে তিনি বিধানসভার স্পিকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!