এখন পড়ছেন
হোম > রাজ্য > আমরা চাইলে ঘর থেকে বের হতে পারবেন না! বিরোধীদের চরম হুমকি তৃণমূল কংগ্রেস বিধায়কের!

আমরা চাইলে ঘর থেকে বের হতে পারবেন না! বিরোধীদের চরম হুমকি তৃণমূল কংগ্রেস বিধায়কের!

2011 সালে “বদলা নয়, বদল চাই” বলে ক্ষমতায় এসেছিল রাজ্যের মা মাটি মানুষের সরকার। হিংসার পরিবর্তে দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ বাম শাসনের পরিবর্তনে রাজ্যের সিংহভাগ মানুষই ভেবেছিল যে, হয়ত বা এবার রক্তগঙ্গা বয়ে যাবে।

কিন্তু তা না করে গোটা রাজ্যকে শান্ত রাখতে সক্ষম হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলনেত্রীর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তৃণমূলের কর্মীরাও।কিন্তু সন্ত্রাস হলে আর যে তারা চুপ করে বসে থাকবেন না শনিবার উত্তর দিনাজপুরের চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের ধনীরহাট প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভায় এই ভাবেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।

সূত্রের খবর, এদিন বিরোধীদের সন্ত্রাসের বিরুদ্ধে এই অঞ্চলে একটি সভা করে শাসকদল। যেখানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি অমল আচার্য, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, চোপড়া ব্লক তৃণমূলের সভাপতি চিত্ত রায়, ইসলামপুর টাউন তৃণমূলের সভাপতি গঙ্গেশ দে সরকার সহ অন্যান্যরা। আর এই সভাতেই কার্যত বিরোধীদেরকে হুঁশিয়ারি দিয়ে চোপড়ার তৃণমূল বিধায়ক বলেন, “আমরা চাইলে বিরোধীরা বাড়ি থেকে বের হতে পারবেন না। কিন্তু আমাদের দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ আছে মার খেলেও এলাকায় শান্তি বজায় রাখতে হবে। ঘিরনিগাওয়ে চার দুষ্কৃতীর নামে এফআইআর করা হলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করছে না। আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি‌। কিন্তু যেদিন জনগণ হাতে আইন হাতে তুলে নেবে সেদিন কারওর কিছু করার থাকবে না।”

অন্যদিকে লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও চোপড়ায় তারা 60 হাজার ভোট লিড দেবেন বলেও এদিন বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন এই তৃণমূল বিধায়ক। অন্যদিকে এদিনের সভা থেকে বক্তব্য রাখবার সময় উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অমল আচার্য বলেন,”তৃণমূল মৌচাক, তাই এখানে ঢিল ছুঁড়বেন না।’

আমরা এবার সবাই ঘিরনিগাওয়ে থাকব। দেখব এখানে কত মস্তান আছে।” এদিকে চোপড়ার যুব তৃনমূলের সভাপতি জাকির আবেদিনকে কিছুদিন আগে তৃণমূল থেকে বহিষ্কার করলেও এদিন ফের তাকে দলে ফিরিয়ে নেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি। অন্যদিকে সম্প্রতি কংগ্রেসের পক্ষ থেকে শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে উত্তর দিনাজপুরের দাসপাড়ায় একটি সভা করা হলে পাল্টা এদিন আগামী 12 ই ডিসেম্বর সেইখানে সভার দিন ঘোষণা করে শাসকদল। তবে শাসকদল সভা করলেও সেই ব্যাপারটিকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন ঘিরনিগাওয়ে তৃণমূল বিধায়কদের বিরোধীদের উদ্দেশ্যে হুমকি প্রসঙ্গে তার কড়া সমালোচনা করে চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি অশোক রায় বলেন, “বিধায়ক প্রকাশ্যে এইভাবে বিরোধীদের হুমকি দিচ্ছে কিন্তু এমন একদিন আসবে যেদিন উনি নিজেই ঘর থেকে বেরোতে পারবেন না মানুষ এইভাবে এদের সন্ত্রাস জুলুমবাজি বরদাশ্ত করবে না।” সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে শাসক বনাম বিরোধীর বক্তব্যে সরগরম চোপড়ার রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!