এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের মানভঞ্জনের পালা চলছে, শুভেন্দু ইস্যুতে ফের বিস্ফোরক দিলীপ

তৃণমূলের মানভঞ্জনের পালা চলছে, শুভেন্দু ইস্যুতে ফের বিস্ফোরক দিলীপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের। দলে তিনি আছেন, কিন্তু দলের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছে। দলের বিভিন্ন সভা, অনুষ্ঠান বর্জন করে নিজের উদ্যোগে করেছেন তিনি একাধিক সভা ও অনুষ্ঠান। যেখানে দলের প্রতীক, দলের নাম, মুখ্যমন্ত্রীর ছবি কোন কিছুই থাকছে না। এই সভাগুলি থেকে সরাসরি তিনি নাম না নিয়েও দলের বিভিন্ন নেতার বিরুদ্ধে ও দলের বিরুদ্ধে বারবার সরব হচ্ছেন। যে কারণে চাপ বাড়ছে দলের। এবার এ বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী যেমন বিভিন্ন স্থানে সভা করে সরাসরি নাম না নিয়েও দলের বিরুদ্ধে তোপ দাগছেন, তেমনি তাঁর অনুগামীরাও জেলায় জেলায় তাঁর ছবি দেওয়া ব্যানার ও পোস্টার দিতে শুরু করেছেন। এই অবস্থাতে তাঁকে বুঝিয়ে, তাঁর মান ভাঙ্গার চেষ্টাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন ভোটকুশলী পিকে। তবে, সেখানে গিয়েও তিনি তাঁর দেখা পাননি। যদিও জানা যায় যে, তাঁর সঙ্গে পিকের ফোনে কথা হয়েছিল। তবে তাতে কাজ কতটুকু হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে দলের আরও কিছু বিধায়ক দলের বিরুদ্ধে তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী দলের সব রকম সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিধায়ক পদও তিনি ছেড়ে দিতে পারেন বলে জানিয়েছিলেন। দলের প্রতি ক্ষুব্ধ হয়ে ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। সম্প্রতি হরিপালের বিধায়ক বেচারাম মান্না দলের প্রতি ক্ষুব্ধ হয়েছেন। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সরাসরি দলত্যাগের হুমকি দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল দলের এই ভাঙ্গনের পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন যে, শাসক দল তৃণমূলে এখন মানভঞ্জনের পালা চলছে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তৃণমূলকে এমন কটাক্ষ করলেন তিনি। তাঁর কথায়, জঞ্জাল সরিয়ে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে বিজেপি। তাঁর দাবি বিজেপি একমাত্র প্রস্তুত আছে আগামী নির্বাচনের জন্য। বাকিরা নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত আছে। বিজেপিই শুধু বাংলা সামলাবার চেষ্টা করছে। তাঁর কথায়, শাসকদল তৃণমূলের অবস্থা কখনই ভাল ছিলনা। এখন দল আরও খারাপ অবস্থায় পৌঁছে গেছে।

দিলীপ ঘোষ জানালেন যে, এখন শাসক দল তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে মানুষের কাছ থেকে সরে গেছেন দলের বহু নেতা। এ কারণে দলের ভেতরে রূপটা ক্রমশ বাইরে বেরিয়ে আসছে। দলের নেতারা কোথায় যাবেন? তা তারাই ঠিক করবেন। যে পার্টির কর্মীদের পার্টির উপর ভরসা নেই, এমন পার্টি কখনো চলতে পারেনা বলেই জানালেন তিনি। পিকে বিক্ষুব্ধদের বুঝিয়ে মান ভাঙাবার চেষ্টা করছেন, তিনি অন্য দলের নেতাদেরও বুঝিয়ে তৃণমূলে আনার চেষ্টা করছেন। এভাবেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!