এখন পড়ছেন
হোম > Uncategorized > ছিঃ, শেষমেষ মদের জন্য পুরস্কৃত বাংলা! রাজ্যের মাথা হেঁট করলেন মমতা!

ছিঃ, শেষমেষ মদের জন্য পুরস্কৃত বাংলা! রাজ্যের মাথা হেঁট করলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দেশের মাটিতে জি-টুয়েন্টি সম্মেলনে আবার রাজ্যের মাথা হেট হয়ে গেল। তবে রাজ্য সরকার অবশ্য চরম আনন্দিত। কারণ তারা বলছে, তারা নাকি প্রশংসা পেয়েছে, পুরস্কৃত হয়েছে। কিন্তু কি রকম প্রশংসা! রাজ্য সরকার প্রশংসিত হয়েছে আবগারি দপ্তরের জন্য। অর্থাৎ যে দপ্তরে মদ বিক্রির সমস্ত হিসাব থাকে, জি-টুয়েন্টি সম্মেলনে দেশ-বিদেশের নামী দামী রাষ্ট্রনায়কদের সামনে পশ্চিমবঙ্গের সুনাম হল, মদ বিক্রিতে রেকর্ড করার জন্য। যা দেখে বাংলার সংস্কৃতিপ্রেমীরা লজ্জায় ছিঃ, ছিঃ করতে শুরু করেছেন।

প্রসঙ্গত, জি-টুয়েন্টি সম্মেলনে রাজ্যের এই পরিণতি দেখে বিরোধীরাও অনেকে কটাক্ষ, আবার অনেকে হাসতে শুরু করেছেন। বিরোধী দলনেতার দাবি, এই তো হচ্ছে রাজ্যের অবস্থা। রাষ্ট্র নেতারা বিভিন্ন দেশ থেকে এসে বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য সম্মান নিচ্ছেন। আর পশ্চিমবঙ্গ সম্মান নিচ্ছে আবগারি দপ্তরে মদের রেভিনিউ বৃদ্ধির জন্য। শুধু তাই নয়, শুভেন্দুবাবুর দাবি অনুযায়ী, তৃণমূলের দলীয় মুখপত্রে নাকি এই খবর আবার ফলাও করে ছাপা হয়েছে। অর্থাৎ লাজ লজ্জার সব মাথা খেয়ে নির্লজ্জ, উল্লাসে যেভাবে মেতে উঠেছে রাজ্য সরকার, তাতে বুদ্ধিজীবীরা এখন কোথায় তাদের মোমবাতিগুলো লুকিয়ে রেখেছেন! সেই প্রশ্নই তুলছে সমালোচক মহল।

একাংশের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তার রাজ্য নাকি বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন দখল করেছে। তিনি নাকি যা কাজ করেছেন, তা আগামী 300 বছরেও কেউ করতে পারবে না! এটাই কি তার 300 বছরের কাজ? তাহলে এতদিন শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলের নেতারা ডিয়ার লটারির যে অভিযোগ করতেন, মদের বোতল থেকে কাটমানি নেওয়ার যে অভিযোগ করতেন, তা সত্যি! এবার কি বলবেন তৃণমূলের দলীয় মুখপাত্ররা? যারা প্রতিদিন টিভির সামনে বসে বড় বড় কথা বলেন! কাঁধে পাউডার মেখে দাবি করেন, রাজ্যের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মধ্যে সেরার সেরা মুখ্যমন্ত্রী! একবারও লজ্জা করল না, বিশ্বের রাষ্ট্র নেতাদের সামনে মদের রেভিনিউয়ের জন্য প্রশংসা এবং পুরস্কার নিতে!

বিশেষজ্ঞদের মতে, একদিক থেকে হয়ত এটাতে রাজ্য সরকার চরম পরিমাণে খুশি। কিন্তু এত প্রকল্প হয়েছে বলে যে মুখ্যমন্ত্রী দাবি করেন, সেখানে অন্য কোনো প্রকল্পে কেন বিশ্বের মানচিত্রে প্রশংসা পেল না পশ্চিমবঙ্গ! কেন শুধুমাত্র মদের রেভিনিউয়েই প্রশংসিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ! এটাই কি অগ্নিকন্যার সোনার বাংলা? যে সোনার বাংলার প্রতিশ্রুতি দিয়ে বাম আমলে লড়াই করে এখন তিনি মুখ্যমন্ত্রী! বাম আমলে তো এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা কতই না অভিযোগ করতেন বুদ্ধদেব ভট্টাচার্যর নামে। তিনি নাকি নন্দনে বসে বিনোদনে ডুবে রয়েছেন! আর এখন রাজ্য যেভাবে ডুবে রয়েছে এক আসক্তিতে, তা নিয়ে কি সোনার বাংলার এই আধুনিক কারিগররা কোনো জবাব দিতে পারবেন? জি-টুয়েন্টির সম্মেলনে যেভাবে মাথা হেট হয়ে গেল পশ্চিমবঙ্গের, সেই ব্যাপারে কি কোনো সদুত্তর রয়েছে তৃণমূল নেতাদের! প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!