এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা নিয়ে রাজ্যে একের পর এক মামলা! মমতার চাপ বাড়িয়ে রাজ্যে আসছে অমিত শাহের স্পেশাল টিম!

করোনা নিয়ে রাজ্যে একের পর এক মামলা! মমতার চাপ বাড়িয়ে রাজ্যে আসছে অমিত শাহের স্পেশাল টিম!


করোনা নিয়ে রাজ্য সরকারের চাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। প্রতিটি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বেড়েছিল কেন্দ্রীয় সরকারের। যার পরেই কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যে পাঠানো হয়েছিল প্রতিনিধি দল। যার পরিপ্রেক্ষিতে রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ চরমে উঠেছিল। আর এবার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ফের পশ্চিমবঙ্গে আসতে চলেছে কেন্দ্রীয় দল। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যে একটি দল গঠন করে পশ্চিমবঙ্গে পাঠানোর তৎপরতা গ্রহণ করা হয়েছে। কিন্তু হঠাৎ কেন্দ্রের পক্ষ থেকে আবার পশ্চিমবঙ্গে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে কেন?

জানা গেছে, করোনা পরিস্থিতি নিয়ে হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে একাধিক মামলা দায়ের করা হয়েছে। আর সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই আদালতের জন্য রিপোর্ট তৈরি করবে এই প্রতিনিধিদল। প্রসঙ্গত উল্লেখ্য, আদালতের কাছে কবির শঙ্কর ঘোষ নামে এক মামলাকারী করোনা ভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতি জানতে চেয়েছিলেন।

আর এই মামলার শুনানি হওয়ার সময় কেন্দ্রের আইনজীবী জানিয়ে দিয়েছিলেন যে, কেন্দ্র সরকার রাজ্যে নতুন করে দল পাঠাবে। তারপরই নতুন রিপোর্ট জমা দেওয়া হবে। আর এবার আদালতে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের প্রতিনিধিদল পাঠানোর তৎপরতা অবলম্বন করায় পশ্চিমবঙ্গ সরকারের চাপ অনেকটাই বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, অতীতে এই কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিবাদ চরমে উঠেছিল। রাজ্যের পক্ষ থেকে এই প্রতিনিধিদল কেন পাঠানো হচ্ছে, তা নিয়ে আপত্তি তুলে বিজেপিকে কটাক্ষ করা হয়েছিল। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আদালতের মামলার জন্য সেই প্রতিনিধিদল পাঠানোয় রাজ্য সরকার এর বিরোধিতা করে কিনা, তার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

তবে যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার রাজ্য সরকার এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিরোধিতা করে, তাহলে পরিস্থিতি বেগতিক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে সকলের। এখন গোটা অবস্থা ঠিক কোনদিকে গড়ায়, তার দিকেই নজর থাকবে প্রত্যেকের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!