এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহেই আবার দেশব্যাপী মোদী বিরোধী মহাজোটের ভাবনা? মধ্যমনি মমতা? বাড়ছে জল্পনা

করোনা আবহেই আবার দেশব্যাপী মোদী বিরোধী মহাজোটের ভাবনা? মধ্যমনি মমতা? বাড়ছে জল্পনা


2019 এর লোকসভা নির্বাচনের আগে গোটা দেশের বিরোধী দলকে এক ছাতার তলায় আনার চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই চেষ্টা সফলতা পায়নি। উল্টে বিরোধীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে বর্তমানে করোনা পরিস্থিতি যখন গোটা দেশকে গ্রাস করছে, ঠিক তখনই এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক ছাতার তলায় আসার চেষ্টা করছে দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো।

ইতিমধ্যেই প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় চেষ্টা করছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারেই অভিযোগ করছেন কেন্দ্রীয় বঞ্চনা আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করো না মোকাবিলায় সরব হতে দেখা যাচ্ছে কংগ্রেসকে আর এই পরিস্থিতিতে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে ভিডিও কনফারেন্সে উপস্থিত হতে চলেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আগামী শুক্রবার বিকেল তিনটের সময় কলকাতা থেকে ভিডিও কনফারেন্সে এই বৈঠকে যোগ দেবেন তৃণমূল নেত্রী। যেখানে দেশের প্রায় সমস্ত বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীরা নিজ নিজ রাজ্য থেকে এই ভিডিও কনফারেন্সে বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর। জানা গেছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শারদ পাওয়ার, ডিএমকে প্রধান এমকে স্তালিন, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সহ 15 টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

ইতিমধ্যেই শুক্রবারের এই বৈঠকের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। যেখানে আগামী শুক্রবারের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন তিনি। আর করোনা পরিস্থিতির মধ্যে বিরোধী দলের নেতা-নেত্রীদের সোনিয়া গান্ধীর ডাকে এই ভিডিও কনফারেন্সের বৈঠক ঘিরে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। একাংশ বলছেন, এই বৈঠকের মধ্যমনি হতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা বিজেপির বিরুদ্ধে যেভাবে প্রতিনিয়ত সুর চড়াতে দেখা যাচ্ছে তাকে, তাতে এখনও পর্যন্ত সারা দেশের মধ্যে বিজেপি বিরোধীতায় অন্যতম মুখ এই মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে গত লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিরোধী দলকে এক ছাতার তলায় আনার চেষ্টা করেছিলেন তিনি। ব্রিগেডের সমাবেশ থেকে সকল রাজনৈতিক দলের সঙ্গে সহাবস্থান তৈরি করে বিজেপিকে চাপে রাখার চেষ্টা করতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু তাতে সাফল্য পাওয়া যায়নি। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে বারবার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করার অভিযোগ তুলে আসছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো।

তাই এমন পরিস্থিতিতে সোনিয়া গান্ধীর পক্ষ থেকে ভিডিও কনফারেন্সের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক ডাকা হলে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে বিজেপির বিরুদ্ধে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় থাকার বার্তা দিতে পারেন বলেই মত রাজনৈতিক মহলের। এদিন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “করোনা পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনা তো চলছেই। এবার আমরা বিরোধীরাও বসে নিজেদের মধ্যে আলোচনা করে নেব।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা দাবি করছেন, দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের ফেরা নিয়ে যেমন কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেন অনেকে, ঠিক তেমনই করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য করা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যাচ্ছে একাংশকে। আর এবার সেই সমস্ত বিষয় তুলে ধরে বিরোধীদলের ভিডিও কনফারেন্সের বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারকে কিভাবে চাপার রাখা যেতে পারে, তার ব্যাপারে আলোচনা করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোন দিকে এগোয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!