এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একেই বলে দাদাগিরি! আইনকে বুড়ো আঙুল সাংসদ সুন্দরীর! এসব কি শেখাচ্ছেন মমতা?

একেই বলে দাদাগিরি! আইনকে বুড়ো আঙুল সাংসদ সুন্দরীর! এসব কি শেখাচ্ছেন মমতা?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আবাসন দুর্নীতির ঘটনায়  মঙ্গলবার  ইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল নুসরাত জাহানকে। আর সেখানে গিয়ে যেভাবে আইন ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ, তা নিয়ে সর্বত্র সমালোচনার বন্যা বইতে শুরু করেছে। এমনিতেই অনেকদিন আগেই কেন্দ্রীয সরকারের পক্ষ থেকে কারা নীল এবং লালগাতির গাড়ি ব্যবহার করতে পারবে, তা নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে সেই নিয়মকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ইডির দপ্তরে হাজিরা দিতে গিয়ে নীলবাতি যুক্ত গাড়ি থেকে বের হতে দেখা গেল নুসরাত জাহানকে। যা দেখে বিরোধীরা প্রশ্ন করছে, নিজের দলের সাংসদদের কি সব শেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এইটুকু নীতি শিক্ষা তিনি নিজের সাংসদদের দিতে পারছেন না!

প্রসঙ্গত, মঙ্গলবার ইডির দপ্তরে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যান নুসরাত জাহান। ফ্ল্যাট দুর্নীতি ঘটনায় তাকে ইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল। তবে যাওয়ার সময় যে নীলবাতির গাড়ি থেকে বের হতে দেখা যায় তাকে, জেরা থেকে বেরিয়ে সেই নীল বাতির গাড়ি করেই বাড়ি ফেরেন এই তৃণমূল সাংসদ। আর এখানেই প্রশ্ন, একজন সাংসদ কি নীলবাতির গাড়ি ব্যাবহার করতে পারেন? শুধুমাত্র জনপ্রতিনিধি বলেই কি এইভাবে ক্ষমতার অপব্যবহার করা যায়!

বিরোধীদের মতে, একে তো প্রতারণা মামলায় তিনি অভিযুক্ত। ফলে জেরাতে গিয়ে তিনি কি করে নীলবাতির গাড়িতে যেতে পারেন, সেটাই একটা বড় প্রশ্ন। আর সাংসদদের তো এই ধরনের কোনো অধিকার নেই। ফলে তিনি ইডির মুখোমুখি হওয়ার সময় যে বড় নিয়ম ভঙ্গ করেছেন, তা স্পষ্ট। শুধুমাত্র ক্ষমতার অপব্যবহারের এই প্রক্রিয়া আর কতদিন চলবে! অনেকে এটাও বলছেন, আইনকে বুড়ো আঙ্গুল দেখানোর এই প্রক্রিয়া তৃণমূল বেশ ভালো মতোই রপ্ত করেছে। নুসরাত জাহানের ক্ষেত্রেও তা দেখা গেল।

বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় তো সব সময় নিয়ম নীতির কথা বলেন। যদিও বা তার নিয়ম-নীতি শুধুমাত্র বিরোধীদের জন্য। পুলিশ দিয়ে কি করে বিরোধীদের জেলে পুরতে হয়, তা খুব ভালো মতোই জানে তার প্রশাসন। তবে নিজের দলের সাংসদকে তিনি কি এইটুকু শিক্ষা দিতে পারলেন না যে, নীল বাতির গাড়ি ব্যবহার করতে হয় না! সেই প্রশ্ন তুলতে শুরু করেছে সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!