এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একই দিনে টাকা চেয়ে হুমকি চিঠি তৃণমূল ও বিজেপির দুই শীর্ষ নেতাকে, ছড়ালো চাঞ্চল্য

একই দিনে টাকা চেয়ে হুমকি চিঠি তৃণমূল ও বিজেপির দুই শীর্ষ নেতাকে, ছড়ালো চাঞ্চল্য

তীব্র চাঞ্চল্য শিলিগুড়িতে। একইদিনে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য ও বিজেপির জেলা সভাপতি প্রবীণ অগ্রবালকে কেউ বা কারা দুদিনের মধ্যে পাঁচ লক্ষ টাকা দাবি করে হুমকি চিঠি পাঠিয়েছে। পুলিশসূত্রে জানা যাচ্ছে, দুটি চিঠিই কমলা রঙের খামে পাঁচ টাকার পোস্টাল স্ট্যাপ লাগিয়ে কাছারি রোডের প্রধান ডাকঘর থেকে পাঠানো হয়েছে। ইংরেজি হরফ ব্যবহার করে চিঠি বাংলায় লেখা হয়েছে এবং প্রেরক হিসাবে প্রধাননগরের এক ব্যক্তির নাম লেখা রয়েছে। যদিও ওই নামের কোনও ব্যক্তি প্রধাননগরে থাকেন কি না তা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

ওই চিঠিতে জানানো হয়েছে, দ্বিমত দুদিনের মধ্যে টাকা না পেলে বাড়ির কাউকে তুলে নিয়ে যাওয়া হবে, এমনকি পুলিশে গেলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। তবে দুই নেতাই এই বিষয়ে পুলিশে যোগাযোগ করেন, পুলিশের তরফেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানানো হয়েছে। দাবির টাকা দেওয়ার জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ও আরেকটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে। যদিও ব্যাঙ্ক বন্ধ থাকায় জানা যায় নি ওই অ্যাকাউন্টগুলি কোথাকার। সবমিলিয়ে দুই শীর্ষ দলের দুই শীর্ষ নেতা এইভাবে হুমকি চিঠি পাওয়ায় রীতিমত সরগরম শিলিগুড়ি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!