এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার রাজ্যে আসছে “একুশে অন্নপূর্ণা”

মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার রাজ্যে আসছে “একুশে অন্নপূর্ণা”


তামিলনাড়ুর পূর্বতন মুখ্যমন্ত্রী জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচেই এবার রাজ্যে চালু হতে চলেছে ২১ শে অন্নপূর্ণা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমেই ভাত, ডাল, মাছ, সবজি মিলবে মাত্র ২১ টাকাতে। শুধু কলকাতা নয় রাজ্যের সব জেলাও“একুশে অন্নপূর্ণা-র” স্বাদ পাবে ।মৎস্য দপ্তর PPP মডেলে এই প্রকল্প অনেক আগেই শহরে চালু করেছে । রাস্তার পাশে বিশেষ গাড়ির মাধ্যমে এই পরিষেবা দেওয়া হয়। এবার জেলা সদরগুলিতওে এই প্রকল্প চালু হবে।একুশ টাকায় মিলবে ৫০ গ্রাম ওজনের একটি মাছ, ১০০ গ্রাম ভাত, ৭৫ গ্রাম মুসুর ডাল ও ৫০ গ্রাম সবজি৷ ডালহৌসি, ধর্মতলা, গড়িয়া সহ শহরের একাধিক জায়গায় ঘুরবে বেনফিশের এই ‘অন্নপূর্ণা’ গাড়ি। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এই গাড়ির সামনে দাঁড়ালেই মিলবে খাবার। আরও জানা গিয়েছে, আগামী ৩ মাসের মধ্যেই ২১ টি এমন গাড়ি চালাবে রাজ্য সরকার।১ মে থেকে জেলা সদরগুলিতে এই প্রকল্প চালু করা হবে। মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে কলকাতা পুরসভা এলাকায় প্রায় ২২ টি গাড়ির মাধ্যমে এই প্রকল্প চালু রয়েছে।পরে এর পরিধি আরও বাড়ানো হবে। এর জন্য কেনা হচ্ছে ১০০ টি ব্যাটারি চালিত গাড়ি।এই নিয়ে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “এই প্রকল্প অনেকদিন আগেই কলকাতায় চালু হয়েছে। এবার আমরা জেলা সদরগুলিতে চালু করছি। কলকাতার রাজারহাট, সল্টলেক, শ্যামবাজার, গড়িয়াহাট সহ একাধিক জায়গায় এই প্রকল্প চলছে। এবার এর পরিধি বাড়বে।” তিনি আরও জানান যে, “কলকাতা পৌরনিগম এলাকায় এজন্য প্রায় ২২টি গাড়ি চালু করা হয়ছে। আরও গাড়ি বাড়ানোর চিন্তাভাবনা করছে মৎস্য দপ্তরচন্দ্রনাথবাবু জানান, কলকাতায় এই প্রকল্পে খুব ভালো সাড়া মিলেছে। এত কম টাকায় ভাত, মাছ, ডাল, সবজি মেলায় দিনদিন চাহিদা বাড়ছে। যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ খাবার যোগান দেওয়া যাচ্ছে না। খুব শীঘ্রই আমরা আরও কয়েকটি সংস্থার সঙ্গে কথা বলব। সেই সংস্থাগুলির সঙ্গে PPP মডেলে গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!