এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার সুদূর ইন্দোরে অভিষেক ব্যানার্জিকে আদালতের দরজা দেখাতে চলেছেন কৈলাশ বিজয়বর্গীয়র পুত্র!

এবার সুদূর ইন্দোরে অভিষেক ব্যানার্জিকে আদালতের দরজা দেখাতে চলেছেন কৈলাশ বিজয়বর্গীয়র পুত্র!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত রবিবারের নোদাখালির সভা থেকে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে প্রবল আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই তিনি কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন, সেই সঙ্গে জানিয়েছিলেন যে, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। যদি তাঁর ক্ষমতা থাকে, তবে তাঁর বিরুদ্ধে মামলা করুন, আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান।

আর, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন কৈলাস বিজয়বর্গীয় পুত্র আকাশ বিজয়বর্গীয়। আজ শনিবার মধ্যপ্রদেশের ইন্দোর আদালতে এ বিষয়ে মামলা দায়ের হবার কথা শোনা যাচ্ছে। বিজেপি সূত্র থেকে এমন কথাই ভেসে এলো। আবার, গতকাল রাতে এখবর সত্য বলে সংবাদমাধ্যমের কাছে জানালেন আকাশ বিজয়বর্গীয়র আইনজীবী বিশ্বামিত্র ভার্গব। তিনি জানিয়েছেন যে, আজ শনিবার এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

প্রসঙ্গত, গত রবিবার ডায়মন্ড হারবারের নোদাখালির মুচিশা হাইস্কুল মাঠের সভা থেকে বহু কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতার নামে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তিনি জানান যে, তাঁকে ‘ভাইপো’ বলে সম্বোধন করে থাকেন বিজেপি নেতারা। তাঁর কথায়, ” ভাইপো বলে বারবার আমাকে ডাকা হচ্ছে। যে ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক।” এরপরই তাঁকে বলতে শোনা যায় যে, যদি বুকের পাটা থাকে তবে ভাববাচ্যে কথা না বলে সরাসরি তাঁর নাম নিয়েই দেখান বিজেপি নেতারা।

আপনার মতামত জানান -

এরপরেই এই জনসভা থেকে বিভিন্ন বিজেপি নেতার সরাসরি নাম নিয়ে, একেবারে ব্যক্তি আক্রমণ শুরু করেন তিনি। যেখানে তিনি জানান যে, তিনি নাম করেই বলছেন কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। তিনি নাম করেই বলছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া। তিনি নাম করেই বলেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহিরাগত। তিনি নাম করেই বলছেন সুনীল দেওধর বহিরাগত। এরপরই তাঁকে বলতে শোনা যায়, ” আমি নাম করেই বলছি, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন। আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান”

ইন্দোর -৩ কেন্দ্রের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয় সম্পর্কে তাঁর এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে মামলা করতে চলেছেন আকাশ বিজয়বর্গীয়। এমনটাই জানালেন তাঁর আইনজীবী বিশ্বামিত্র ভার্গব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, তার জবাব দিতে চলেছেন তিনি। এদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আগেই আইনি নোটিশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আবার, গত সোমবার কোচবিহারে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তাঁকে ‘চোর- ডাকাত’ বলে সম্বোধন করেছেন। এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে মামলা করার কথা ঘোষণা করেছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। এভাবে, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুই তীব্র প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের মধ্যে তীব্র লড়াই শুরু হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!