এখন পড়ছেন
হোম > অন্যান্য > পুজো, শাস্ত্র ও ভাগ্য > শাস্ত্রবিধি অনুসারে শিবপূজায় বেল পাতা অর্পণ করার সঠিক নিয়মগুলি জেনে নিন!

শাস্ত্রবিধি অনুসারে শিবপূজায় বেল পাতা অর্পণ করার সঠিক নিয়মগুলি জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একে তো শ্রাবণ মাস, তার ওপর আবার সোমবার। পুরাণ মতে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার। আর শ্রাবণ মাস তাকে উপাসনা করার মাস। কথিত আছে, শ্রাবণ মাসে মহাদেব সমুদ্র মন্থন থেকে নির্গত বিষপান করেছিলেন। তাই জ্যোতিষ মতে শ্রাবণ মাসে শিবের ব্রত নিষ্ঠা ভরে পালন করলে শুভ ফল লাভ সম্ভব।পুরাণ কথায় জানা যায়, শিব অল্পেই সন্তুষ্ট হন। ভগবান বিষ্ণুর জন্য যেমন তুলসীপাতা, শিবের পুজোয় লাগে বিল্বপত্র বা বেলপাতা। তবে জানেন কী, শীব পূজায় বেলপাতা অর্পণ করার নিয়ম? আসুন, তবে জেনে নিন শিব পুজোয় শাস্ত্র বিধি অনুসারে কী ভাবে বেল পাতা অর্পণ করবেন।

 

★ বেলপাতা অর্পণ করার সময় আমাদের মনে রাখা দরকার সেই বেলপাতা যেন তিনটে একসঙ্গে ত্রিশূলের মতো জোড়া অবস্থায় থাকে। সেটিকে অনেক সময় তিন নেত্রের মতো দেখায়।

★ বেলপাতা অর্পণের সময় “ওম্ নমঃ শিবায়ঃ” মন্ত্রটি জপ করতে হয়।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

★ যেই বেলপাতা শিব লিঙ্গে অর্পণ করা হয়, মনে রাখতে হবে সেই বেলপাতা যেন গাছ থেকে পাড়ার সময় মাটিতে না পড়ে।

★ সেই বেলপাতা যেন ছেঁড়া বা খুঁতযুক্ত না হয়, সেটাও ভালো করে দেখে নিতে হবে।

★ বেলপাতা অর্পণের সময় মনে রাখতে হবে, যেন বেলপাতার চকচকে দিকটা শিবের মাথার ওপরে থাকে।

 

★ বেলপাতা অর্পণের সময় সেই বেলপাতাকে স্বেত চন্দন ও ঘী তে ডুবিয়ে নেওয়ার বিধি দিয়েছেন শাস্ত্রবিদরা।

শাস্ত্র মতে, শিব পূজায় সঠিক ভাবে বিল্বপত্র ব্যাবহার করলে মহাদেব সন্তুষ্ট হন। আর বেলপাতার এতো মহিমা যে সঠিক ভাবে বেলপাতার ব্যাবহারের সাহায্যে জীবনের অনেক বড় বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে ওঠে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!