এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলা থেকে এক লক্ষ চিঠি যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, অস্বস্তিতে তৃণমূল

বাংলা থেকে এক লক্ষ চিঠি যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, অস্বস্তিতে তৃণমূল


নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার পর থেকেই তার চরম বিরোধিতা করে ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কোনোভাবেই এনআরসি হতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। পাল্টা বিজেপির তরফে দাবি করা হচ্ছে, সারা দেশের পাশাপাশি বাংলাতেও এই এনআরসি করা হবে।

যা নিয়ে তৃণমূল বনাম বিজেপির মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। আর এই পরিস্থিতিতে যখন তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিজেপিকে বিপাকে ফেলতে মরিয়া, ঠিক তখনই পাল্টা তৃণমূলকে চাপে ফেলতে নাগরিকত্ব আইনের সমর্থনে মোক্ষম চাল চালল ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, এবার সংশোধিত নাগরিকত্ব আইন পাশের জন্য বাংলা থেকে 1 কোটি চিঠি অভিনন্দন স্বরূপ প্রধানমন্ত্রীকে পাঠাবে গেরুয়া শিবির। আর এর জন্য বাড়ি বাড়ি পোস্টকার্ড পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু করেছে বিজেপি কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, গত সোমবার কলকাতায় এই নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিলে যোগ দিতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডাকে। আর কলকাতায় আসার পর দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠকের পর নাগরিকত্ব আইনের স্বপক্ষে সকলকে বোঝানোর নির্দেশ দেন বিজেপির কার্যকরী সভাপতি।

যেখানে তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তৃণমূলের প্রচারের পাল্টা প্রচারে প্রতিটা বুথের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে। আর বিজেপির শীর্ষ নেতার এহেন মন্তব্যের পরই বাংলায় তৃণমূলের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী প্রচারকে ফিকে করতে বঙ্গ বিজেপির তরফে প্রধানমন্ত্রীকে এক কোটি চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হল বলে মত বিশ্লেষকদের।

যার ফলস্বরুপ বাড়ি বাড়ি গিয়ে পোস্ট কার্ড পাঠিয়ে প্রধানমন্ত্রীকে এই আইন প্রণয়নের জন্য ধন্যবাদ জানিয়ে এক কোটি চিঠি পাঠাবে বঙ্গ বিজেপি। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “বাঙালি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী। আমরা এটাই প্রচারে তুলে ধরব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!