এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মুখ্যমন্ত্রীর হাত ধরে এবার ডি-লিট হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রীর হাত ধরে এবার ডি-লিট হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী


আগামী ২৬ মে ডি লিট উপাধি পেতে চলেছেন তিন কিংবদন্তী।  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ভারতের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী এসএম ইউসুফ। গত বছর ডি-লিট সম্মানে ভূষিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও লেখক আনিসুজ্জামান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে, আসছে ২৫ মে শেখ হাসিনা শান্তিনিকেতনে আসছেন নবনির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধণ করতে।বিশ্বভারতীতে ওদিন হবে সমাবর্তন অনুষ্ঠান।বিশ্বভারতীর আচার্য,প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে থেকে শোভা বাড়াবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরের দিন অর্থাৎ ২৬ শে মে  বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিনে অনুষ্ঠিত হবে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। সেখানেই ডি-লিট সম্মানে ভূষিত করা হবে তিন মহান ব্যক্তিত্বকে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী উপস্থিত থাকবেন ঘটনাস্থলে। আরো জানা গেছে, বিদ্রোহী কবির জন্মস্থান চুরুলিয়া এসেছিলেন একবার শেখ হাসিনা। তখন দেশ শাসন করতেন অটল বিহারী বাজপেয়ী।তবে এবার সমাবর্তনের পর তিনি চুরুলিয়ায় যাবেন কিনা তা জানা যায়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!