এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় সাফল্য প্রধানমন্ত্রীর, আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে খুশির খবর ভারতীয় অর্থনীতির

বড় সাফল্য প্রধানমন্ত্রীর, আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে খুশির খবর ভারতীয় অর্থনীতির


খুশির জোয়ার বইছে ভারতের অর্থনীতিতে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড  অর্থাৎ আইএমএফের এশিয়া প্যাসিফিক রিজওনাল ইকোনমিক আউটলুক রিপোর্ট এর তথ্য বলছে, নোটবন্দি এবং জিএসটির প্রভাব কাটিয়ে উঠে অর্থনৈতিক উন্নতির পথে পা বাড়াচ্ছে ভারত। ৩.৬% হারে ভোগ্যপন্যের দাম বেড়েছিলো ২০১৭ সালে। চলতি বছরে এবং ২০১৯ এ আরো ৫% বাড়বে বলে মনে করা হচ্ছে। এই বছরই ৭.৪% বৃদ্ধি করবে ভারত অর্থনীতিতে এবং ২০১৯ এ এই বৃদ্ধির হারটাই তরান্বিত হয়ে হবে ৭.৮%। ভারতের তুলনায়  চীনে এই বৃদ্ধি কিছুটা কমবে বলেও সম্ভাবনা করেছে আইএমএফ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আরো জানা যাচ্ছে সামনের দিনগুলোতে এশিয়া- প্যাসিফিকের অর্থনীতিই নজর কাড়বে গোটা বিশ্বে।   দক্ষিনএশিয়ার অর্থনীতির দ্রুত উন্নয়নের তালিকায় ভারতের পর বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। ৭% হারে এগোচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এরপরই নাম আসছে শ্রীলঙ্কার। জানা যাচ্ছে চলতি বছরে ৪% হারে এবং২০১৯ এ ৪.৫% হারে বাড়তে পারে শ্রীলঙ্কার অর্থনীতি। তবে  আইএমএফের রিপোর্ট পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতির অগ্রগতির ব্যাপারে কিছুই জানায়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!