এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রভাবশালীদের সঙ্গে বিছানায় রাত না কাটালে সাংবাদিক হওয়া যায় না – দাবি বিজেপি নেতার

প্রভাবশালীদের সঙ্গে বিছানায় রাত না কাটালে সাংবাদিক হওয়া যায় না – দাবি বিজেপি নেতার


তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত ক্ষমা চেয়ে সম্প্রতি সাংবাদিকদের সাথে হওয়া বিতর্কের অবসান করতে চেয়েছিলেন। কিন্তু  সে ঘটনার জের না কাটতেই তামিলনাড়ু রাজ্যের আরেক বিজেপি নেতা এস ভেঙ্কটরমন সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে সাংবাদিকদের বিরুদ্ধে এক ঘৃণ্য ও সম্মানহানীকর মন্তব্য করে লিখলেন, প্রভাবশালীদের সঙ্গে বিছানায় রাত না কাটালে সাংবাদিক হওয়া যায় না।” এই ঘটনা সাংবাদিকদের নজরে পড়তে স্বাভাবিকভাবেই ঐ রাজ্যের সাংবাদিক মহল ক্ষোভে উত্তাল হয়ে ওঠে। পরে সমালচিত হলে এই বিজেপি নেতা তাঁর ফেসবুক পোস্টটি মুছে ফেললেও নিজের কৃত কর্মের প্রতি অনুতপ্ত হয়ে কোনো ক্ষমা প্রার্থনা করেননি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য সম্প্রতি তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত সাংবাদিক সম্মেলনে এক মহিলা সাংবাদিকের গাল টিপে বিতর্কের মুখে পড়েন। প্রবল সমালোচিত হয়ে রাজ্যপাল চিঠি লিখে ঐ সাংবাদিকের কাছে ক্ষমা ও প্রার্থনা করেন। কিন্তু বিজেপি নেতা এস ভেঙ্কটরমনের স্বতঃপ্রণোদিত হয়ে লেখা ফেসবুক পোস্ট আগের ঘটনার সাংবাদিক অসন্তোষের রেষ বজায় রাখে। এস ভেঙ্কটরমনের ফেসবুকে লেখা পোস্টটি ছিলো ,”সাংবাদিকদের কাজই হচ্ছে রাজ্যপাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গালমন্দ করা। ওই মহিলাকে ছোঁয়ার জন্য তাঁর (রাজ্যপাল) উচিত ছিল ফিনাইল দিয়ে হাত ধুয়ে ফেলার।প্রভাবশালীদের সঙ্গে বিছানায় রাত না কাটালে ওঁরা সাংবাদিক বা সঞ্চালক হতে পারেন না। বিশ্ববিদ্যালয়গুলির থেকে যৌন নির্যাতনের ঘটনা মিডিয়াতেই বেশি। আর এই সাংবাদিকরাই কিনা রাজ্যপালকে (যৌন হেনস্থা নিয়ে) প্রশ্ন করেন।” এখানেই থেমে না থেকে এস ভেঙ্কটরমন সাংবাদিকদের অশিক্ষিত বলে অ্যাখ্যায়িত করেন। বিজেপি নেতার  সোস্যাল নেটওয়ার্কিং সাইটে প্রকাশ্যে এহেন বক্তব্যের পর রাজ্যের বিক্ষুদ্ধ সাংবাদিকেরা তামিলনাড়ুতে বিজেপির সদর দফতরের সামনে প্রতিবাদ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!