এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > লোকসভা ভোটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এগিয়ে আনার সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী

লোকসভা ভোটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এগিয়ে আনার সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী


সামনের বছর অর্থাৎ ২০১৯ সালের মে মাসে কেন্দ্রের এনডিএ সরকারের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। সেই হিসেবে লোকসভা নির্বাচন আগামী বছর মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। গোটা দেশের এই সামগ্রিক এই সাংবিধানিক নির্বাচনের সাথে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচীর মধ্যে যাতে কোনো গোলযোগ তৈরী না হয় সেই জন্যে পরীক্ষার নির্ধারিত সময়সূচী এক মাস এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন রাজ্যের শিক্ষা দফতরে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুয়ারী জানা যাচ্ছে, প্রথমতঃ মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে ফেব্রুয়ারির মধ্যে । এবং দ্বিতীয়তঃ উচ্চমাধ্যমিক পরীক্ষা মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে। জানা যাচ্ছে আগামী বছর মে মাসে লোকসভা নির্বাচন হলে এপ্রিল মাস থেকেই আদর্শ আচরণবিধি শুরু হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তাই এসবের আগেই পরীক্ষার ঝামেলা মিটিয়ে নিতে উদ্যোগী হলো রাজ্যের শিক্ষা দফতর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!