এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিবিআইয়ের এই পদক্ষেপে বিড়ম্বনায় অনুব্রত ! CBI জেরায় মুখ খুললেন ডাঃ অভিজিৎ!

সিবিআইয়ের এই পদক্ষেপে বিড়ম্বনায় অনুব্রত ! CBI জেরায় মুখ খুললেন ডাঃ অভিজিৎ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে ভোট পরবর্তী মামলা থেকে শুরু করে গরু পাচার মামলায় সিবিআই তদন্তের চরম অস্বস্তিতে বীরভূম জেলার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ।বিভিন্ন মামলায় একের পর এক সিবিআইয়ের নতুন পদক্ষেপে ক্রমাগত চাপ বেড়েই চলেছে অনুব্রত মণ্ডলের ।  এবার ভোট পরবর্তী হিংসা মামলা কে কেন্দ্র করে  অনুব্রতর সঙ্গে যোগাযোগ রয়েছে এমন নেতা নেত্রীদের কেউ ডেকে পাঠাচ্ছে  সিবিআই ।

আর এবার সেই তালিকায় যুক্ত হলেন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অভিজিৎ চৌধুরী নাম।  সূত্রের খবর জানা যায় গত মঙ্গলবার অভিজিৎ চৌধুরী কে সিবিআই দপ্তর দেখা করার নির্দেশ দিয়ে স্বাস্থ্য দপ্তরের উপদেষ্টাকে বার্তা দেয় সিবিআই । যদিও এই  ডাকে সাড়া দিয়ে অভিজিৎ চৌধুরী জানান যে নির্দিষ্ট দিনে হাজির থাকতে পারবেন না কিন্তু পরের দিন অর্থাৎ বুধবার চাইলে সিবিআই দপ্তর হাজিরা দিতে পারেন ।

সূত্রের খবর জানা যায় যে ভোটের পরে অভিজিৎ চৌধুরী সঙ্গে বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল যার ফলে তলব সিবিআইয়ের । তবে এদিন জেরা শেষে  অভিজিত্‍ বলেন, ‘খুনের ঘটনায় আমি কী ভাবে থাকতে পারি এটা ভেবেই চমকে উঠেছি।’ তিনি এও বলেন, ‘ডাক্তারের কাছে মুণি-ঋষি থেকে ডাকাত সবাই আসেন। রাজনৈতিক নেতারা তো আসেনই।’  এদিন লিভার বিশেষজ্ঞ ডাক্তার তার এই বক্তব্যের মাধ্যমে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে একজন ডাক্তারের কাছে সকলেই সমান তার কাছে মুনি ঋষি থেকে চোর-ডাকাত এমনকি নেতা-মন্ত্রীরা আসেন চিকিৎসার জন্য তাই তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না যে খুনের ঘটনার সঙ্গে তার যোগসূত্রের কারণ নিয়ে । তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতিতে কোন দিকে গড়ায় সে দিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!