এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চূড়ান্ত! জেনে নিন বিস্তারিত!

কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চূড়ান্ত! জেনে নিন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার করালগ্রাস এখনও কাটেনি‌। ইতিমধ্যেই জি এবং নিট পরীক্ষা সেপ্টেম্বর মাসে কেন্দ্রের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হলেও, তার চরম বিরোধিতায় সরব হয়েছে রাজ্য সরকার। এমতাবস্থায় দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকায় সেখানকার ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কী হবে, তা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। মাঝে ধরে নেওয়া হয়েছিল যে, কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না। গড় নম্বর দিয়ে উত্তীর্ণ করে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের।

কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই ব্যাপারে রায়দান করার পরই সেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেই মত করে সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। আর সেখানেই পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রের খবর, রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী 1 থেকে 18 অক্টোবরের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টার এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে। আর 31 অক্টোবরের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করছে, তখন সামাজিক দূরত্ব মেনে কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলোতে পরীক্ষা হবে, নাকি অনলাইনের মাধ্যমে এই পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই ব্যাপারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে করোনা পরিস্থিতির মধ্যে অতীতে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হবে কিনা, তা নিয়ে যখন সংশয় চলছিল, ঠিক তখনই নিজেদের মতো করে পরীক্ষা নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এমনকি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করে দিয়েছে। ফলে তাদের পক্ষে আর পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানা যাচ্ছে।

এক্ষেত্রে এদিনের বৈঠকে ম্যাকাউট এবং প্রেসিডেন্সির উপাচার্যরা জানিয়ে দিয়েছেন, তারা সম্পূর্ণ নিয়ম মেনে পরীক্ষার ফল প্রকাশ করেছেন। তাই নতুন করে তারা আর পরীক্ষা নেবেন না। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বেশকিছু পরীক্ষার ফল প্রকাশিত করা হলেও, কলা এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। তাই এই দুই বিভাগের পড়ুয়াদের বাকি থাকা 80% পরীক্ষা কিভাবে নেওয়া হবে, তার জন্য বুধবার একটি বৈঠক ডাকা হয়েছিল।

এদিন এই প্রসঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “আমরা 80 শতাংশ নম্বরের পরীক্ষা নেব। প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ছাত্রবন্ধু অ্যাপে দেওয়া হবে। পড়ুয়ারা নির্দিষ্ট সময়ের মধ্যে তার উত্তর লিখে ইমেইল করবে। আবার অ্যাপেও আপলোড করে দিতে পারবে। যারা অনলাইনে উত্তরপত্র পাঠাতে পারবে না, তাদের বাড়ির নিকটতম কলেজে উত্তরপত্র জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় তা সংগ্রহ করে নেবে।”

সবমিলিয়ে করোনা পরিস্থিতির জন্য মাঝে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর পরীক্ষা নিয়ে বিড়ম্বনা তৈরি হলেও, এবার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক সেই পরীক্ষা নিতে উদ্যোগী রাজ্য সরকার। আর তার কারণেই এদিন সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে এই বৈঠকে পরীক্ষার দিনক্ষন জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এখন সমস্ত নিয়ম মেনে করোনা থেকে সচেতনতা পালন করে কিভাবে এই পরীক্ষা সম্ভব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!