এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কম দামে বাড়ির মত খাবার চান? পৌঁছে দেবে মমতার সরকার! এই বাংলাতেই! কিভাবে? জেনে নিন বিস্তারে

কম দামে বাড়ির মত খাবার চান? পৌঁছে দেবে মমতার সরকার! এই বাংলাতেই! কিভাবে? জেনে নিন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিউক্লিয়ার ফ্যামিলির যুগে ছেলেমেয়েকে উচ্চশিক্ষিত করা মানে এখন বার্ধক্য একা কাটানো। এটাই মনে হয় আজকালকার সিনিওর সিটিজেনদের ভবিতব্য। তাই শহরের আনাচে কানাচে যেখানেই দেখা যায় সেখানেই বয়স্ক মানুষদের একা থাকার প্রবণতা লক্ষ করা যায়। তবে অনেক ক্ষেত্রেই অসমর্থ শরীরে রোজকার বাজার দোকান করা সম্ভব হয় না। তাই সমস্যায় পড়তে হয় অনেককে।

তবে এই সমস্যার সমাধান করতে এসে গেছে রাজ্য সরকারের নতুন পন্থা। আর এই ভাবেই কম দামে বাড়ির খাবারের মতই পুষ্টিকর খাবার পৌঁছে দিচ্ছে তারা। ধীরে ধীরে রাজ্য সরকারের এই স্কিম ক্রমশই জনপ্রিয় হচ্ছে। এই সুবিধে পেতে বেশি কিছু করতে হবে না। শুধু হোয়াটসঅ্যাপের একটি টেক্সট। আর তাতেই আপনার বাড়িতে পৌঁছে যাবে একেবারে বাড়ির মত খাবার, তাও আবার অত্যন্ত কম দামে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সল্টলেকের সিএডিসির ক্যান্টিন থেকে এই প্রকল্পটি বর্তমানে চালানো হয়। সেখানে বর্তমানে নদিয়া জেলার আটজন মহিলাই পুরো প্রকল্পটি চালাচ্ছেন বলে জানা গেছে। আইটেম হিসেবে আমিষ নিরামিষ দুইই পাওয়া যাবে। একটি নিরামিষ খাবারের দাম ৩৫ টাকা সেখানে ভাত বা রুটি, ডাল, ভাজা এবং শাকসব্জির একটি তরকারি থাকবে। এবং আমিষ পদের ক্ষেত্রে মাটন থালির দাম ৮৫ টাকা। এছাড়াও চা ও প্রাতঃরাশ পাওয়া যায় বলেও জানা গেছে।

মূলত এটি অফিসের কর্মীদের খাবার সরবরাহের জন্যই ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। কিন্তু লকডাউনের পরে বন্ধ হয়ে যায়। এরপরই নতুন করে ভাবনা শুরু করে রাজ্য সরকার। আর তাতেই উঠে আসে এই অভিনব উপায়। ফলে জুন মাস থেকে একা থাকা প্রবীন নাগরিকদের কথা চিন্তা করেই এই প্রকল্প চালু করা হয়। বর্তমানে যা সত্যিই জনপ্রিয় হয়ে উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!