এখন পড়ছেন
হোম > রাজ্য > সর্বনাশ, এবার কি আদালতকে রক্তচক্ষু মমতার! এই ঘটনায় তোলপাড় রাজ্য!

সর্বনাশ, এবার কি আদালতকে রক্তচক্ষু মমতার! এই ঘটনায় তোলপাড় রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে রাজ্যজুড়ে একটাই আলোচনার বিষয়, প্রায় 36 হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার নির্দেশ। আর এই নির্দেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে পর্ষদ। রাজ্য সরকারের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, তারা এর বিরুদ্ধে আদালতে যাবেন। তবে এবার সেই বিষয়ে কথা বলতে গিয়ে সেই আইন ব্যাবস্থাকেই কি রক্তচক্ষু দেখালেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়!

 

ইতিমধ্যেই সেই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যেখানে সাংবাদিক বৈঠকে চাকরিহারাদের অনেকেই হতাশায় ভুগছে, তারা কখন কি করে দেবে, তখন সেগুলো কিভাবে রক্ষা করা সম্ভব হবে! তা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে বিরোধীদের অনেকে বলছেন, এই ধরনের কথা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে ভয় দেখানোর চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে চাকরিহারাদের নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার অত্যন্ত মানবিক। তাই আমি চাকরি-হারা ব্যক্তিদের বলব, কেউ হতাশ হবেন না, মন খারাপ করবেন না। অনেকে ডিপ্রেশনে ভুগছে, কখন কি একটা করে দেবে, তখন সেগুলো কি আমরা রক্ষা করতে পারব! একটা মানুষের জীবন অনেক দামি।” একাংশের মতে, রাজ্যের মুখ্যমন্ত্রী আসনে বসে আইনগত কোনো বিষয় নিয়ে এই ধরনের কথা বলতে পারেন না মুখ্যমন্ত্রী।

বিরোধীরা অবশ্য বলছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশে চাকরি চলে গিয়েছে ৩৬ হাজার শিক্ষক শিক্ষিকার। আর এই সরকারের আমলে এই বিপুল অংকের শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাওয়ার পর রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তো তার সরকারের কাছে জবাব চাইবেন সেই সমস্ত চাকরিহারা ব্যক্তিরা। তাই এখন সুকৌশলে “তাদের কিছু হয়ে গেলে কি হবে!” এইরকম প্রশ্ন সকলের সামনে রেখে আদতে বিচার ব্যবস্থাকে ভয় দেখানো বা প্রভাবিত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বলেই দাবি সমালোচক মহলের। তবে রাজ্যের পক্ষ থেকে যখন গোটা বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে, তখন আইনি প্রক্রিয়ায় রফাসূত্রে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!