এখন পড়ছেন
হোম > অন্যান্য > আইসক্রিমে ১০ টাকা বেশি লাভ করতে গিয়ে বিখ্যাত রেস্তোরাঁর যে পরিমান ক্ষতি হল জানলে চমকে যাবেন!

আইসক্রিমে ১০ টাকা বেশি লাভ করতে গিয়ে বিখ্যাত রেস্তোরাঁর যে পরিমান ক্ষতি হল জানলে চমকে যাবেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইস ক্রিম এমনই একটি বস্তু যা ছোট থেকে বড় কেউ পছন্দ করেন না, এমনটা হতে পারে না। গরমকালে মুখের মধ্যে ঠাণ্ডা বরফের স্রোত যে কি ভালো একটা অনুভুতি এনে দেয়, তা মুখে বলে বোঝানো যায় না। তবে গরমকাল হোক বা শীতকাল আইস ক্রিম মানুষের অল টাইম ফেভারিট!

সেই আইস ক্রিম কিনতে গিয়ে কখনো আমরা অল্প টাকা বেশি দিয়েও দিই অনেকে। আরে পছন্দের একটা কিছু খেতে গেলে যদি ১০ টা টাকা বেশি দিয়ে হয়, তবে সেটা দেওয়ার ব্যাপারটা অনেকে মেনেই নেন। তবে জানেন কি, এই বেশি টাকা নিতে গিয়ে সম্প্রতি কয়েক লক্ষ্য টাকা জরিমানা দিতে হয়েছে এক ব্যক্তিকে।

ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। অভিযোগকারী জানান, ২০১৪ সালে ৮ জুন থানা থেকে ফেরার পথে তিনি রেস্তরাঁ থেকে আইসক্রিম কিনতে গিয়েছিলেন। কিন্তু তার জন্য ওই বিক্রেতা বেশি মূল্য চাওয়ায় বেশ অবাকই হয়েছিলেন তিনি। এ নিয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করলে কোনও উত্তর পাওয়া যায়নি। ক্রেতার আপত্তির কথাও কানে তোলেনি তারা। তখনই তিনি ঠিক করেন যে ক্রেতা সুরক্ষা বিভাগে বিষয়টি জানাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে, মুম্বই পুলিশের সাব-ইন্সপেক্টর ভাস্কর যাদব, মুম্বাইয়ের সেন্ট্রাল অঞ্চলের একটি রেস্তোঁরা থেকে কেনা ওই আইসক্রিমের প্যাকেটের গায়ে ছাপা অক্ষরে এর মূল্য ১৬৫ টাকা লেখা ছিল। কিন্তু রেস্তোরাঁ অতিরিক্ত লাভ করতে ১৭৫ টাকা চায়। শুনতে মাত্র ১০ টাকা হলেও কেন ক্রেতার থেকে অকারণে বেশি টাকা চাওয়া হবে সেই নিয়ে সোচ্চার হন তিনি। এর ফল স্বরূপ ছবছর পর ‘সুবিচার’ মেলে। ফলে যথেষ্ট খুশি তিনি।

নিজেদের সপক্ষে যুক্তি দিয়ে ওই রেস্তোঁরা আইসক্রিম রাখার খরচ রয়েছে আর সেটাই ক্রেতাদের থেকে এভাবে নেওয়া হয় এই দাবি করলেও তা ধোপে টেকেনি। উল্টে রেস্তরাঁর বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করে ক্রেতা সুরক্ষা বিভাগ। তাদের কথায় গত ২৪ বছর ধরে চলছে এই রেস্তরাঁটি।

মানে এভাবেই দিনের পর দিন যদি তারা ক্রেতাদের থেকে ছাপা দামের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে থাকে, তবে প্রতিদিন অন্তত ৪০ থেকে ৫০ হাজার টাকা এতেই আয় হয়েছে তাদের। দোকানদারদের এই বেশি নেওয়ার প্রবণতা দূর করার জন্য উচিত শিক্ষা দিতেই এই মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!