এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরোনো মেজাজ ছেড়ে, নতুন রূপে ‘কেষ্ট’

পুরোনো মেজাজ ছেড়ে, নতুন রূপে ‘কেষ্ট’

রাজনৈতিক ইতিহাস বলে অনুব্রত মন্ডল ও বিতর্ক এই দুই যেন একে অন্যের পরিপূরক ।যেখানেই অনুব্রত মণ্ডলের বক্তব্য সেখানেই নতুন করে বিতর্কের জন্ম। এই দৃশ্যেই অভ্যস্ত রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষ। তবে সম্প্রতি নতুন অবতারে দিদির প্রিয় ‘কেষ্ট’ । রবিবার সাঁইথিয়া কলেজের মাঠে তৃনমূল আয়োজিত এক জনসভায় তাঁকে ধামসার তালে নাচতে দেখে কিছুটা অবাক রাজনৈতিক মহল। এদিন তিনি সীমিত ও সংযত ভাষায় বক্তব্য রাখেন । এরপরেই আদিবাসী মহিলাদের গানে তালে তাল দিয়ে নাচের সঙ্গে পা মেলান অনুব্রত মন্ডল। সুদূর অতীতে এই দৃশ্য দেখা গেছে বলে মনে পড়েনা।

দলীয় সূত্রে খবর , সাইথিয়া ,ময়ূরেশ্বর ও সংলগ্ন এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে । এর মধ্যেই তৃনমূল কাউন্সিলর শান্তনু রায় বিজেপিতে যোগ দিয়েছেন ।ওই অঞ্চলে তৃনমূলের ভাঙ্গন আটকাতে তৎপর হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সম্প্রতি সাইথিয়া ব্লকের আহমেদপুরে সভা করেছিলেন । এদিন অনুব্রতবাবু আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন তুলে ধরে বলেন, রাজ্য সরকারের প্রকল্পের মধ্য দিয়ে জেলার প্রতিটি ব্লকে আদিবাসীদের জন্য বাড়ি করা হবে। তবে কেষ্ট-র এই রদ বদল নিয়ে গুঞ্জন বিরোধীদল গুলিতে।এদিনের সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় সহ, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ও এলাকার তৃনমূলের আদিবাসী নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!