এখন পড়ছেন
হোম > জাতীয় > আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে সিবিআই তদন্ত চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন দিলীপ ঘোষ

আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে সিবিআই তদন্ত চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন দিলীপ ঘোষ

পুরুলিয়া জেলায় গত সপ্তাহে তিনদিনের মধ্যে মৃত্যু হয়েছে দুজন বিজেপি কর্মীর। দলীয় কর্মীদের মৃত্যুর পিছনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় ভূমিকা রয়েছে বলে দাবি করছে গেরুয়া শিবির। এদিকে জেলার নতুন পুলিশ সুপার নিজের দায়িত্বভার গ্রহণের পরেই অপসারিত পুলিশ সুপারের সুরেই বলেছেন দুলাল কুমার আত্মহত্যা করেছেন। কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে এই তথ্য মানতে অসম্মতি প্রকাশ করা হয়েছে। এদিন ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হলে জানতে পারা যায় দুলাল কুমারের মৃত্যু আদতে আত্মহত্যাই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যদিও এই রিপোর্ট মানতে অসম্মতি জানিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও। বরং তাঁরা মনে করছেন  সিআইডি তদন্তের নামে রাজ্য প্রশাসন ঘটনার সত্যতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “আমরা ওই রিপোর্ট মানি না, আমরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি। পুরুলিয়ার দুই কর্মীকে খুন করা হয়েছে, তা আত্মহত্যা বলে আমাদের বুঝিয়ে দিলেই হবে না। আমরা এই দুই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে আবেদন জানাব। এমনকী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছেও দরবার করব সিবিআই তদন্ত চেয়ে। ” উল্লেখ্য শনিবার বলরামপুরের দাভাগ্রামে বিদ্যুতের হাইটেনশন লাইনের টাওয়ার থেকে বিজেপি কর্মী দুলাল কুমার’এর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আর তারপরেই রাজ্যের বিরোধী দল এবং শাসক দলের মধ্যে রাজনৈতিক বাদানুবাদ শুরু হয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!