এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূলের একাধিক ভোট বাতিল হবে” রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

“তৃণমূলের একাধিক ভোট বাতিল হবে” রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো সরগরম জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই সেই নির্বাচন সম্পন্ন হয়েছে। আর তারপরেই পশ্চিমবঙ্গ জুড়ে কে কত ভোট পাবে, তা নিয়ে তৈরি হয়েছে নানা সমীকরণ। তৃণমূলের দাবি, এখান থেকে লিড পাবেন বিরোধী প্রার্থী। যদিও বা বিজেপির সমস্ত বিধায়ক দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেছেন বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এবার তৃণমূলের একাধিক ভোট বাতিল হতে পারে বলেও ভয়াবহ ভবিষ্যৎবাণী করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ থেকে 70 এর ওপরে ভোট পাবেন। তার নীচে নামার প্রশ্ন নেই। আর তৃণমূল কংগ্রেস তাদের টার্গেট ভোট ধরে রাখতে পারবে না। একাধিক ভোট বাতিল হবে অথবা অন্য জায়গায় গিয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ থেকে অন্তত 20 জন সাংসদের ভোট একেবারে নিশ্চিত আমরা পেয়েছি।” অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!