এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ৩ দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন

বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ৩ দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে এগিয়ে এসেছে বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে ভোটের প্রস্তুতি, রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের করোনা পরিস্থিতি সমস্ত কিছু খতিয়ে দেখতে তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসতে চলেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। নির্বাচন কমিশনের জনৈক আধিকারিকও তাঁর সঙ্গে থাকবেন। রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠক করতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার সকাল ১১ টার সময় মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন বৈঠক করতে চলেছেন প্রেসিডেন্সি রেঞ্জ, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনের অন্তর্গত মোট ১৪ টি জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার প্রমুখদের সঙ্গে। এরপর, সেদিন দ্বিতীয়ার্ধে তিনি বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও সহ বেশ কিছু পদস্থ কর্তাদের সঙ্গে। এদিন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করতে পারেন বলে শোনা যাচ্ছে। এছাড়াও এদিন তিনি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করতে পারেন।

এর পরদিন, অর্থাৎ শুক্রবার সকালে হেলিকপ্টারে মালদহ যেতে পারেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। মালদহে গিয়ে তিনি মালদহের জেলাশাসকের দফতরে মালদহ ডিভিশনের অন্তর্গত চারটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আগামী নির্বাচনের বিষয়ে বৈঠক করতে পারেন। এরপর, আগামী শুক্রবার দ্বিতীয়ার্ধে তিনি জলপাইগুড়ি ডিভিশনের অন্তর্গত পাঁচটি জেলার জেলাশাসক, পুলিশ কমিশনারের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন
আগামী নির্বাচনের বিষয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, রাজ্যের ভোটার তালিকা, ভোট কর্মী, গাড়ি, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার ও ৮০ বছরের উর্ধ্বের ভোটারদের ভোটদান প্রক্রিয়া নিয়ে বৈঠক করতে পারেন।

এদিকে গত ১৮ ই নভেম্বর থেকে রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছিল। আজ মঙ্গলবার ভোটার তালিকা সংশোধনের শেষ দিন। এরপর, আগামী ১৫ ই জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন বিষয়ে অভিযোগ জানাতে বামেদের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দপ্তরে গিয়েছিল।

মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দপ্তরে গিয়ে তাঁরা অভিযোগ করেছেন যে, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলেও বেশ কিছু স্থানে এই কাজে তদারককারী ব্লক লেভেল অফিসারেরা ঠিকমতো যাচ্ছেন না। এই একই অভিযোগ নিয়ে বিজেপির একটি প্রতিনিধিদল গিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!