এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘আমার বিরুদ্ধে যাঁরা চক্রান্ত করছেন’ ফের বিস্ফোরক শুভেন্দু

‘আমার বিরুদ্ধে যাঁরা চক্রান্ত করছেন’ ফের বিস্ফোরক শুভেন্দু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের মন্ত্রীত্ব ছাড়ার পর থেকেই শুভেন্দু অধিকারী জানিয়ে আসছেন তাঁর বিরুদ্ধে চক্রান্তের কথা। এদিন হলদিয়ার সভা থেকে সেই চক্রান্ত প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বেশ কিছুদিন যাবৎ তৃণমূল দলের সঙ্গে কয়েক শত যোজন দূরত্ব বজায় রাখছেন শুভেন্দু। পরিস্থিতি এমন জায়গায় এসে গেছে, শুভেন্দু অধিকারীর দল ছাড়া এই মুহূর্তে শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে রাজনৈতিক মহল অপেক্ষা করছে শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ ছাড়া নিয়ে। কারণ বিধায়ক পদ ছাড়ার পরে শুভেন্দু অধিকারী হয়তো তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারেন। মঙ্গলবার ছিল শুভেন্দু অধিকারীর জন্মদিন। পাশাপাশি একই দিনে স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তর 121 তম জন্মদিন।

আর এই উপলক্ষে হলদিয়ায় একটি অরাজনৈতিক জনসভায় যোগ দেন এদিন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে যেরকম টানটান উত্তেজনা ছিল বঙ্গ রাজনীতিতে, সেই একইরকমভাবে চোখ টেনেছে হলদিয়ার বুকে শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ সভা। এই সভায় শুভেন্দু অধিকারী উগড়ে দিলেন তার যাবতীয় ক্ষোভ। এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে বিরোধীদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছিল। আর এবার সোজাসুজি তৃণমূলের বিরুদ্ধেই তিনি নিজের যাবতীয় ক্ষোভ স্পষ্ট করলেন। গত কয়েক সপ্তাহ ধরে বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার সাথেই মেদিনীপুর এলাকাও উঠে এসেছে আলোচনায়।

মেদিনীপুর বাংলার রাজনীতিতে মুখ্যভাগে এসেছে শুভেন্দু অধিকারীর হাত ধরে। সেই সূত্রে শুভেন্দু অধিকারী হয়ে উঠেছেন মেদিনীপুরের ভূমিপুত্র। এদিন হলদিয়া থেকে শুভেন্দু অধিকারী নাম না করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন চক্রান্তের। পাশাপাশি তাঁকে হলদিয়ায় সভায় আসার আগে আটকানো হয় বলে শুভেন্দু অভিযোগ করেন। আর এরপরই তিনি বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি বলেন, বিগত দিনে তাঁর ওপর মোট 11 বার আক্রমণ হয়েছে। কিন্তু কারা সেই আক্রমণ করেছে, সে কথা তিনি বলেননি। তবে রাজনৈতিক কারবারিরা নিজেদের মতন করে ভেবে নিচ্ছেন এই আক্রমণ রাজ্যের শাসক দলের পক্ষ থেকেই হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শুভেন্দু অধিকারী এদিন হলদিয়ার সভা থেকে স্পষ্ট জানিয়ে দেন, বহু লড়াইয়ের সঙ্গ দিয়েছেন তিনি, সাক্ষী রয়েছেন তিনি। তাই কোন লড়াইকে তিনি ভয় পান না। অন্যদিকে হলদিয়ায় শুভেন্দু অধিকারীর সভায় আজকে ব্যাপক জনসমাগম দেখা যায়। আর তা দেখেই শুভেন্দু অধিকারী শাসক দলকে বার্তা দেন। নাম করেই তিনি বলেন, এই যে জনসমাগম হয়েছে, তা তৃণমূল দেয়নি। এদিন শুভেন্দু অধিকারী জানান, অনেকেই তাঁকে পদলোভী বলে অভিযোগ করেছেন। অনেকেই বলেছেন, মন্ত্রীত্বের জোরে তিনি জনসমাগম ঘটাচ্ছেন। তাঁর জনসভায় শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, তিনি মন্ত্রীত্ব ছাড়ার পরেও তাঁর জনসভায় ব্যাপক মানুষের সমাগম হয়েছে।

সেই জনসমাগমকে শুভেন্দু জনতার আত্মিক যোগাযোগের কারণ হিসেবে ধরেছেন। অন্যদিকে কয়েকদিন আগেই সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবা করার জন্য নিজে সংসারী হননি। এবার একই ধরনের কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর গলাতেও। এবং শুভেন্দু হলদিয়া সভা থেকে জানান এদিন তাঁর অকৃতদার থাকার কারণ। তিনি জানান, জনসভা করবেন বলেই তিনি অকৃতদার রয়েছেন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন যত দিন যাচ্ছে, ততই শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণের ক্ষেত্রে ধার বাড়াচ্ছেন। প্রথমদিকে চুপ থাকলেও এখন সরাসরি তিনি তৃণমূলের বিরুদ্ধে খুল্লামখুল্লা ক্ষোভ প্রকাশ করছেন।

অন্যদিকে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে কিন্তু এখনও ব্যাপক জল্পনা রাজ্যজুড়ে। অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারী যেতে চলেছেন গেরুয়া শিবিরে, আবার অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারী নিজের দল তৈরি করতে চলেছেন। তবে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী কি করবেন তা এখনও স্পষ্ট হয়নি। তবে যেভাবে শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন, তাতে স্পষ্ট আগামী দিনে তৃণমূলের অন্যতম কঠিন বিরোধী হয়ে উঠতে চলেছেন শুভেন্দু অধিকারী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!