এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর আক্রমণের ধার ভোঁতা করতে এবার পাল্টা মহাচাল অভিষেকের! টানটান উত্তেজনায় ফুটছে বঙ্গ

শুভেন্দুর আক্রমণের ধার ভোঁতা করতে এবার পাল্টা মহাচাল অভিষেকের! টানটান উত্তেজনায় ফুটছে বঙ্গ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর বলা “তোলাবাজ” পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা “ঘুষখোর” মন্তব্য নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে শুভেন্দু অধিকারী এই রকম বক্তব্য দেওয়ায় তাকে আইনি নোটিশ পাঠিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুদীপ্ত সেনের চিঠির কথা তুলে ধরে সেই শুভেন্দু অধিকারীকে “ঘুষখোর” বলে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর এর পরেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে আইনি নোটিস পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার সেই শুভেন্দু অধিকারীর আইনি নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে শুভেন্দু অধিকারীকে “ব্যর্থ রাজনীতিক” এবং “ছিঁচকাঁদুনে” বলে কটাক্ষ করা হয়েছে। স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবুর পাঠানো আইনি নোটিসের জবাব এইভাবে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আসায় এখন রীতিমত শোরগোল তৈরি হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

বিশেষ সূত্র মারফত খবর, এদিন শুভেন্দু অধিকারীর নোটিশের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে শুভেন্দু অধিকারীর আইনজীবীকে লেখা একটি চিঠিতে তিনি লেখেন, “ক্যামেরার সামনে ঘুষ নিতে দেখা গিয়েছে আপনার মক্কেলকে। নারদা কাণ্ডে সিবিআই তদন্তে নাম রয়েছে। সারদাকাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের চিঠিতে তোলাবাজি, দুর্নীতির অভিযোগ রয়েছে। এতে বোঝা যাচ্ছে, আপনার মক্কেলের মানই নেই যে হানি হবে। বলা বাহুল্য, আপনার চিঠিতে তোলা কোনো অভিযোগ ধোপে টিকছে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে আরও লেখা আছে, “সাধারন মানুষের ভালোবাসা স্নেহ সঙ্গে রয়েছে বলে একটা ধারণা তৈরীর চেষ্টা করছেন। তবে তার কল্পনায় জনপ্রতিনিধি হিসেবে তার সুবিধা নেওয়ার ছবিটি সাধারণের মধ্যে রয়েছে। আর এটা সত্যি, আপনার মক্কেল কল্পনার জগতে বাস করছেন।” শুধু তাই নয়, এদিনের চিঠিতে শুভেন্দু অধিকারীকে “ব্যর্থ রাজনীতিক” বলেও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যেখানে তিনি বলেন, “রাজনীতিতে ব্যর্থ হয়ে নিজেকে বড় ভাবছেন। একজন অদক্ষ লোক নিজেকে একজন দক্ষ জনপ্রতিনিধিকে শিশু, অপরিণত বলছেন। এতে তার অপরিণামদর্শিতা, অদক্ষতা বোঝা যাচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই কারণে দৃঢ়চেতা রাজনীতিককে সমানে কটুক্তি করে চলেছেন।” স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর চিঠির জবাব যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হল, তাতে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য জুড়ে।

পর্যবেক্ষকরা বলছেন, আইনি লড়াই এখন যেন দুই পক্ষের মধ্যে কার্যত ব্যক্তিগত লড়াইয়ের পর্যায়ে চলে এসেছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রধান লড়াই হলেও, এখন সেই লড়াই যে শুভেন্দু অধিকারী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শুরু হয়েছে, তা বলাই যায়। আদৌ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনই বলা যাবে না।

কিন্তু শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানোর পরেই যেভাবে তার পাল্টা জবাব দিয়ে সেই শুভেন্দুবাবুকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে উত্তেজনার পারদ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আসার পর শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!