এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রয়াত তৃণমূলের বিদায়ী বিধায়ক, ভোটের মাঝে মাথায় হাত শাসক দলের!

প্রয়াত তৃণমূলের বিদায়ী বিধায়ক, ভোটের মাঝে মাথায় হাত শাসক দলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মাঝেই প্রয়াত হলেন ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী এজেন্ট তথা তৃণমূলের বর্ষিয়ান নেতা নান্নু হোসেন। জানা গেছে, শনিবার রাতে আচমকা বুকে ব্যথা এবং প্রবল শ্বাসকষ্ট শুরু হয় এই তৃণমূল নেতার। পরবর্তীতে তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বাভাবিক ভাবেই তার মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে ভাঙ্গড়ের রাজনৈতিক মহলে। এবারে ভাঙ্গড়ের তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি। কিন্তু তার মৃত্যু এবার যে যথেষ্ট চিন্তার মুখে ফেলে দিলো শাসক শিবিরকে, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত এই নান্নু হোসেন। 1988 সালে কংগ্রেস কর্মী হিসেবে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। 2006 সালে এই নান্নু হোসেন এবং তার সহযোগীরা মিলে ভাঙ্গড়ের মাটিতে ফুটিয়েছিলেন ঘাসফুল। কিন্তু যত সময় গিয়েছে, ততই নান্নু হোসেন এবং তৃণমূলের আরেক নেতা আরাবুল ইসলামের মধ্যে ফাটল ধরতে শুরু করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে 2011 সালের বিধানসভা নির্বাচনে ভাঙ্গড় থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে তৃণমূলের টিকিটে দাঁড়ানো আরাবুল ইসলামকে পরাজিত করে দেন নান্নু হোসেন। তবে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করলেও তৃণমূল ত্যাগ করেননি তিনি। পরবর্তীতে জেলা পরিষদের সদস্য হয়ে ভাঙ্গরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই নান্নু হোসেন। এবারেও তৃণমূল প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তৃণমূল নেতা।

ইতিমধ্যেই হেভিওয়েট এই তৃণমূল নেতার মৃত্যুতে শোক প্রকাশ করতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবারের নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে দেখা গিয়েছিল তাকে। তৃণমূল প্রার্থীকে জয় লাভ করানোর পেছনে প্রধান কান্ডারী করা হয়েছিল এই নান্নু হোসেনকে। আর এই পরিস্থিতিতে হেভিওয়েট বর্ষীয়ান এই তৃণমূল নেতার মৃত্যু শোকের পরিবেশ তৈরি করেছে জেলার রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!