এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ত্রিফলার বেহাল অবস্থা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ ববির ! জেনে নিন!

ত্রিফলার বেহাল অবস্থা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ ববির ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শহরের সৌন্দর্যায়নের জন্য বহুদিন আগেই কলকাতার বিভিন্ন প্রান্তে ত্রিফলা বাতিস্তম্ভ লাগানো হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই ত্রিফলা বাতি স্তম্ভের বেহাল দশা চোখে পড়েছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে রিপোর্ট তলব করলেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে ত্রিফলা বাতিস্তম্ভ নিয়ে রিপোর্ট তলব করেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। যেখানে তিনি বলেন, “সব বাতিস্তম্ভ আবার চেক করে রিপোর্ট দিতে বলেছি। বেশ কিছু অপরাধী বাতিস্তম্ভের ঢাকনা ভেঙে দিয়ে চলে যায়। এলাকার বাসিন্দাদের তাতে বাধা দিতে হবে।” বলা বাহুল্য, সম্প্রতি ত্রিফলা বাতি থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। আর তারপর সেই সমস্ত বাতির পরিস্থিতি কেমন আছে, তা দেখে নিতে চাইছেন ফিরহাদ হাকিম। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!