এখন পড়ছেন
হোম > জাতীয় > কোন রথী-মহারথীরা নেবেন ত্রিপুরা জয়ের দায়িত্ব? তালিকা প্রকাশ করল তৃণমূল

কোন রথী-মহারথীরা নেবেন ত্রিপুরা জয়ের দায়িত্ব? তালিকা প্রকাশ করল তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ জয়ের পর এবার তৃণমূলের লক্ষ ত্রিপুরা। বিপ্লব দেবের রাজ্য দখল করতে সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে তৃণমূল। দলের সংগঠনকে ঢেলে সাজাবার সিদ্ধান্ত নেয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ইতিমধ্যে একের পর এক তৃণমূল নেতৃত্ব ত্রিপুরা সফর করেছেন। গত সোমবার ত্রিপুরা সফর করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারা কারা নেবেন ত্রিপুরার দায়িত্ব? সে বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

ত্রিপুরাতে গিয়ে দলের সংগঠনকে মজবুত করার জন্য যাদের উপর দায়িত্ব দিতে চলেছে তৃণমূল। সম্প্রতি তার তালিকা প্রকাশ করা হয়েছে। আজ থেকে শুরু করে আগামী দুদিন ত্রিপুরা সফরে থাকবেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তার সঙ্গে যাবেন তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। দলের সংগঠনকে ঢেলে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি জানালেন যে, দলের কাজে তিনি ত্রিপুরা যাচ্ছেন। ত্রিপুরার সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক। ত্রিপুরার কোন উন্নয়ন করা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের নেতৃত্বে ত্রিপুরার উন্নয়ন হবে। ত্রিপুরার সরকার গরবে তৃণমূল। বিজেপি আতঙ্কে ভুগছে। তিনি আরও জানান যে, ত্রিপুরার অনেক উন্নতি হবার প্রয়োজন ছিল। দলের তিনি একজন সৈনিক। দলের কাজে ত্রিপুরা যাচ্ছেন। তিনি আশা করছেন, ত্রিপুরায় পরিবর্তন আনবে তৃণমূল। আবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দু সপ্তাহ অন্তর অন্তর তিনি ত্রিপুরা যাবেন। তাঁর কথায়, আবার দুসপ্তাহ পরে তিনি ত্রিপুরা যাবেন। যদি তাঁকে আটকানোর সাহস থাকে, তবে তাঁরা করে দেখান।

এদিকে ত্রিপুরা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, তাঁর গাড়িতে হামলা, একাধিক তৃণমূল যুব নেতাকে হেনস্তার ঘটনাকে সর্বভারতীয় পর্যায়ে নিয়ে যাবার চেষ্টা করেছে তৃণমূল। এর সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর মন জয় করতে ইতিমধ্যে মাঠে নামতে দেখা যাচ্ছে বেশ কিছু তৃণমূল নেতাকর্মীদের। এবার দলকে উজ্জীবিত করতে একাধিক তৃণমূল নেতাকে ত্রিপুরা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়ম করে ত্রিপুরার উদ্দেশ্যে যাবেন তৃণমূলের নেতারা। তবে, তৃণমূলের এই পদক্ষেপ সম্পর্কে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন যে, তৃণমূলের এই স্বপ্ন কখনোই সত্যি হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!