এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন ফিচার এলো হোয়াটসঅ্যাপে, পেতে গেলে আগে প্রয়োজন আপডেটের

নতুন ফিচার এলো হোয়াটসঅ্যাপে, পেতে গেলে আগে প্রয়োজন আপডেটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিশ্বের বুকে ফেসবুকের মত হোয়াটসঅ্যাপও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে মেসেজিং অ্যাপ হিসেবে। হোয়াটসঅ্যাপ এখনো পর্যন্ত একটি জনপ্রিয়তম যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত। প্রতিযোগিতার বাজারে পিছিয়ে না পড়ার জন্য প্রায়ই হোয়াটসঅ্যাপে বিভিন্ন পরিবর্তন আসে আপডেটের মাধ্যমে। দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিযোগ ছিল, হোয়াটসঅ্যাপের ছবি ক্রমাগত সেভ হতে থাকে ফোন মেমোরিতে এবং তাতে মেমোরি ফুল হয়ে যায়। আর তাই এবার হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে এবার থেকে ব্যবহারকারীরা কেবলমাত্র একবার তাঁদের ইনবক্সে আসা কোন ছবি অথবা ভিডিও দেখতে পারবেন।

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। কখনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক জায়গায় ব্যবহার করার সুবিধা পাওয়া গেছে, আবার কোথাও মেসেজ আর্কাইভ করে রাখার ফিচার এসেছে। আর এবার নতুন সুবিধা যুক্ত হলো হোয়াটসঅ্যাপে, যার নাম দেওয়া হয়েছে ভিউ ওয়ান। জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাঁদের অ্যাপ আপডেট করার পরেই নতুন ফিচার যোগ করতে পারবেন। দীর্ঘদিন ধরেই হোয়াটসঅ্যাপ তাঁদের নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল। বর্তমানে বেশ কিছু গ্রাহক এই নতুন সুবিধা পেয়েছেন হোয়াটসঅ্যাপে। তবে নতুন ফিচারটি ব্যবহার করতে গেলে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেমন কোন দরকারই ছবি প্রয়োজন পড়লে স্ক্রীনশট রাখা যাচ্ছেনা। ভিউ ওয়ান ফিচারটি ব্যবহার করা অত্যন্ত সহজ। হোয়াটসঅ্যাপ দিয়ে যখন কোনো ব্যবহারকারী কাউকে ছবি অথবা ভিডিও পাঠাবেন, তখন ফাইল যুক্ত করার সময় ক্যাপশন লেখা হয় যেখানে, সেখানে সেন্ড বাটনের পাশে একটি গোলাকার ঘরে এক লেখা আসবে। সেটা সিলেক্ট করলেই নতুন ফিচার যোগ হয়ে যাবে। এরপর ফাইলটি যাকে পাঠানো হবে তিনি একবার দেখে ওপেন করলেই তা আর করে খোলা যাবেনা। শোনা যাচ্ছে, এই ফিচারটি এমন একটি প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে যার মাধ্যমে ছবি অথবা ভিডিও পাঠালে তা ডাউনলোড করে রাখা কিংবা কাউকে পাঠানো যাবেনা। দেখে নেওয়ার পর কেবলমাত্র একটি মেসেজ আসবে তা হলো ওপেনড।

বিশেষজ্ঞদের মতে এই ফিচারটি বহু ক্ষেত্রে সুবিধাজনক হলেও আবার বেশ কিছু ক্ষেত্রে অসুবিধাজনক। হোয়াটসঅ্যাপ এখন যেহেতু সবাই যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে, তাই গুরুত্বপূর্ণ নথিও অনেক সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়। সেক্ষেত্রে যদি নথিটি একবার দেখার পরেই মুছে যায় কিংবা কোনভাবে আর তাকে শেয়ার না করা যায়, তাহলে কিন্তু চূড়ান্ত অসুবিধা হবে ব্যবহারকারীদের জন্য। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এ ব্যাপারটি নিয়ে নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। তাই সমস্ত রকম অসুবিধা দূর করতে হোয়াটসঅ্যাপ আগামী দিনে আরও বেশকিছু নতুন আপডেট যে নিয়ে আসবে তা আশা করাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!